Monday, December 23, 2024
Home আরববিশ্ব ফিলিস্তিনের সমর্থনে বয়কট – নজিরবিহীন ক্ষতির মুখে কেএফসি!

ফিলিস্তিনের সমর্থনে বয়কট – নজিরবিহীন ক্ষতির মুখে কেএফসি!

by Mr.Rocky
0 comment
ফিলিস্তিনের সমর্থনে বয়কট - নজিরবিহীন ক্ষতির মুখে কেএফসি!

ফিলিস্তিনের সমর্থনে মালয়েশিয়ায় বয়কটের মুখে পড়েছে জনপ্রিয় ফাস্টফুড চেইন কেএফসি। অনবরত বয়কটের ফলে প্রায় অধিকাংশ জায়গায় ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফ্রাইড চিকেনের রেস্তোরাঁ চেইনকে।

দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক অবরোধে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলি নির্যাতনের সমর্থন দেওয়ার প্রতিবাদে বয়কটের ডাক দেওয়া হয়। এর জের ধরে মালয়েশিয়া জুড়ে, বিশেষ করে উত্তর-পূর্ব কেলান্তান রাজ্যে, এই মার্কিন ফাস্টফুড চেইনটিকে তাদের ব্যবসা কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।

এই বয়কটের ফলে, মালয়েশিয়ার উত্তর-পূর্ব রাজ্য প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ ২১ টি কেএফসি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।  এছাড়াও, সবচেয়ে বেশি শিল্পোন্নত রাজ্য সেলাঙ্গর এ ১১টি এবং জোহর রাজ্যে ১৫টি কেএফসি রেস্তোরাঁ বন্ধ হয়েছে।

“দ্য স্ট্রেইটস টাইমস” আরও জানায়, কেন্টাকি ভিত্তিক এই কোম্পানির মালয়েশিয়ার ফ্র্যাঞ্চাইজি কোম্পানি, কিউএসআর ব্রান্ডস হোল্ডিংস বিএএইচডি। প্রায় ছয় মাসের বয়কট আন্দোলনের পর ১০০ টিরও বেশি কেএফসি আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে তারা। কিউএসআর ব্রান্ডস হোল্ডিংস বিএএইচডি, এখন পর্যন্ত দেশব্যাপী ১০৮ টি আউটলেট বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে, মালয়েশিয়ার ফিলিস্তিন সমর্থক সংগঠন  এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজারি  জানান, “কেএফসি বিডিএসের লক্ষ্যবস্তু কোম্পানি তালিকায় নেই। কিন্তু অনেক মালয়েশিয়ান মনে করে যে, যেকোনো আমেরিকান ফাস্টফুড কোম্পানি, কেএফসি সহ, ইসরায়েলের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক আইনের অধীন ফিলিস্তিনের অধিকার পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের বয়কট আন্দোলনের জন্য চাপ দিচ্ছে বিডিএস।

এর আগে চলতি মাসেই আলজেরিয়ায় মার্কিন সমর্থনের প্রতিবাদে, খোলার মাত্র দু’দিন পরেই কেএফসির প্রথম শাখা বন্ধ করতে বাধ্য হয়।

Source: https://www.presstv.ir/Detail/2024/04/29/724615/KFC-Malaysia

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?