Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় ঝড়ের মৌসুমের আশঙ্কা, রয়েছে জলোচ্ছ্বাসের হুমকি

ফ্লোরিডায় ঝড়ের মৌসুমের আশঙ্কা, রয়েছে জলোচ্ছ্বাসের হুমকি

by Mr.Rocky
0 comment

দক্ষিণ ফ্লোরিডায় সামনে আসতে যাচ্ছে ব্যস্ততম হারিকেন মৌসুম, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে হারিকেন সামলানোর জন্য অঞ্চলটির বাসিন্দা ও পর্যটকদের আগেই প্রস্তুত রাখার আহবান জানিয়েছেন তারা। ফলে আগাম সতর্কতায় নড়েচড়ে বসেছে অঞ্চলটির প্রশাসনিক কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার হারিকেন প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিয়ামি-ডেড কাউন্টি এবং জরুরী ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন নোয়া এবছর গ্রীষ্মকালে ও শরৎকাল মিলিয়ে মোট ১৭ থেকে ২৫টি ঝড়ে নামকরণের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে ৮ থেকে ১৩টি ঘণ্টায় কমপক্ষে ১২০ কিলোমিটার বেগে স্থায়ী বাতাসসহ ঝড়ে পরিণত হবে। এছাড়াও কমপক্ষে ৪ থেকে ৭টি ঝড় ঘণ্টায় কমপক্ষে ১৭৮ কিলোমিটার বেগে বাতাসসহ বড় হারিকেনে পরিণত হবে। সাধারণত প্রতিবছর ১৪টির মতো ঝড়ের নামকরণের পূর্বাভাস দিয়ে থাকে নোয়া।

জলবায়ু পরিবর্তনের কারণে মিয়ামি-ডেড কাউন্টি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে বলে দাবি করছেন অঞ্চলটির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। শুধুমাত্র হারিকেন নয়, তাপপ্রবাহ, ঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দূর্যোগ প্রায়ই সামলাতে হয় অঞ্চলটিকে।

হারিকেনের সাথে জলোচ্ছ্বাসও নতুন মৌসুমে অঞ্চলটিতে ব্যাপক আকারে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন মিয়ামির জাতীয় আবহাওয়া পরিষেবার প্রধান আবহাওয়াবিদ রবার্ট মোলেদা। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হারিকেনের পাশাপাশি বন্যা আরও বড় হুমকি হতে পারে আমাদের জন্য।”

২০১৭সালে ভয়ঙ্কর হারিকেন ইরমার আঘাতে পর ফ্লোরিডা অনেক মানুষ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল।

Source: https://apnews.com/article/hurricane-forecast-florida-c8144ce847a97c39c44154b0830dc4c8 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?