Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক বিদ্যুৎ বিভ্রাটে চাদ ও মালিতে জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ!

বিদ্যুৎ বিভ্রাটে চাদ ও মালিতে জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ!

by Mr.Rocky
0 comment
বিদ্যুৎ বিভ্রাটে চাদ ও মালিতে জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ!

প্রচন্ড গরমে নেই বিদ্যুৎ এবং পানির সরবরাহ। বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আফ্রিকার দেশ চাদ ও মালির সাধারণ মানুষ। সামরিক জান্তা শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে তারা। এর আগে দুই দেশই সাম্প্রতিক বছরগুলিতে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে।

চাদে ২০২১ সালে রাষ্ট্রপতি ইদ্রিস দেবির মৃত্যুর পর সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। তার ছেলে মাহামত ইদ্রিস দেবি বর্তমানে দেশটি শাসন করছেন। তবে আসন্ন নির্বাচনকে কেবল সামরিক শাসনের বৈধতা দেয়ার কৌশল বলে মনে করছেন অনেকে।  অন্যদিকে মালিতে ২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে , রিপোর্টে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশ দুটিতে তীব্র গরমে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।  বিশেষ করে ফ্যান, এয়ারকন্ডিশনার ও ফ্রিজ চালানোর ক্ষেত্রে বিদ্যুৎ প্রয়োজন হলেও নেই পর্যাপ্ত সরবরাহ। তবে সাধারণ মানুষের প্রতিবাদের বিপরীতে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মালিতে ২০২০ সালের অভ্যুত্থানের পর থেকে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি জনগণের মধ্যে সামরিক জান্তার প্রতি সমর্থন কমিয়ে দিয়েছে।  বিশেষ করে গরমের সময় মানুষের যখন কষ্ট বাড়ে, তখন এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। 

লোকজন রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে, এমনকি মারাও যাচ্ছে।  এর কারণ গরমের পাশাপাশি বিদ্যুৎ না থাকাও। চাদেও একই রকম পরিস্থিতি বিদ্যমান।  এই পরিস্থিতিতে চাদ ও মালিতে সামরিক জান্তা শাসনের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠছে।  

Source: https://www.reuters.com/world/africa/heatwaves-outages-test-support-juntas-chad-mali-2024-05-03/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?