Monday, December 23, 2024
Home আরববিশ্ব বন্ধ হচ্ছে গাঁজা সহিংসতা – ইসরায়েলের নতুন কৌশল? 

বন্ধ হচ্ছে গাঁজা সহিংসতা – ইসরায়েলের নতুন কৌশল? 

by Mr.Rocky
0 comment
বন্ধ হচ্ছে গাঁজা সহিংসতা - ইসরায়েলের নতুন কৌশল 

প্রায় ২০০ দিনের বেশি সময় ধরে চলমান গণহত্যা শেষ পর্যন্ত বন্ধের আভাস পাওয়া গেছে। আল জাজিরার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক খবরে এই সম্ভাবনা জানিয়েছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। ইসরায়েলি বাহিনীকে ‘আত্মসংযত’ হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। 

গান্টজের এই আহ্বানকে বিশেষজ্ঞরা ইসরায়েলি প্রশাসনের সাবধানবার্তা হিসেবে দেখছেন।  ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাতে আরও বাড়িয়ে দেওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দিক থেকে ইসরায়েল কৌশলী অবস্থান  নিয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 

খবরে আরও বলা হয়েছে, গাজা উপকূলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েলি বিমান হামলার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিতে গাজা থেকে ইসরায়েলি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়। এই ঘটনায় কয়েকজন নিহত ও আহতের খবর পাওয়া গেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গান্টজের এই ‘আত্মসংযত হওয়ার’ আহ্বানের ফলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত কিছুটা হলেও কমে আসতে পারে। তবে দীর্ঘস্থায়ী এই সমস্যার মূল কারণ সমাধান না হওয়া পর্যন্ত শান্তি স্থাপন কঠিন হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

Source : youtu.be/2BiEqO5sat0?si=f7YGf8tgdw9wpphu

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?