Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি গুপ্তচর প্রধান

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি গুপ্তচর প্রধান

by Mr.Rocky
0 comment
ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি গুপ্তচর প্রধান

৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী মেজর জেনারেল অ্যাহারন হালিভার পদত্যাগের ঘোষণা দিয়েছে। তিনিই প্রথম সর্বোচ্চ র‍্যাংকের ইসরায়েলি কর্মকর্তা যিনি হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছেন।

হালিভা ৩৮ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করেছেন। তার পদত্যাগ পত্রে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তিনি দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। হামাসের সেই হামলায় ১১০০ জনেরও বেশি লোক নিহত এবং প্রায় ২৪০ জনকে বন্দী করা হয়েছিল বলে দাবি করে আসছে ইসরায়েল।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “জেনারেল স্টাফের প্রধানের সাথে সমন্বয় করে গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসাবে মেজর জেনারেল অ্যাহারন হালিভা তার দায়িত্ব শেষ করার অনুরোধ করেছেন।”

আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক ইয়োসি মেকেলবার্গ বলেছেন, “যে সংঘাত চলছে তার কোন শেষ দেখা যাচ্ছে না, তাই হালিভার পদত্যাগের পদক্ষেপ অনেকটা অনিবার্যই ছিল।” ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সহযোগী এই বিশ্লেষক আরো বলেন, “হালিভার উপর চাপ ছিল অপরিসীম। শুধুমাত্র ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য নয়, দামেস্কে ইরানের কনস্যুলার ভবনে ইসরায়েলি হামলার জন্য ইরানের প্রতিক্রিয়া পরিমাপ করতেও ব্যর্থ ছিলেন তিনি।”

Source: https://www.aljazeera.com/news/2024/4/22/israels-military-intelligence-chief-resigns-over-october-7-attack 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?