Monday, December 23, 2024
Home আরববিশ্ব বৈশ্বিক চাপকে উপেক্ষা করে রাফাহতে আক্রমণের অঙ্গীকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর

বৈশ্বিক চাপকে উপেক্ষা করে রাফাহতে আক্রমণের অঙ্গীকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর

by Mr.Rocky
0 comment
বৈশ্বিক চাপকে উপেক্ষা করে রাফাহতে আক্রমণের অঙ্গীকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর

যেকোনো ধরনের চাপ উপেক্ষা করে রাফাহতে স্থল অভিযান চালাতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে চলমান যুদ্ধ ইস্যুতে আলোচনায় বসার আগে এই ঘোষণা দেন নেতানিয়াহু।

ইসরায়েল সম্প্রতি বেশ কয়েকবার রাফাহতে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। মিশরীয় সীমান্তবর্তী শহর রাফাহতে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয়প্রার্থী অবস্থান করছে। এদিকে ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে কোনো ধরনের সুনির্ধারিত পরিকল্পনা ছাড়া রাফাহতে ইসরায়েলের স্থল অভিযান চালানোকে সমর্থন জানাবে না। এধরনের আক্রমণকে “রেড লাইন” অতিক্রম করা হিসেবে অভিহিত করেছে দেশটি। 

Source: arabnews

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?