রবিবার বোমা হামলার হুমকির সতর্কতায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্যারিসের চার্লস দে গল বিমানবন্দর থেকে ছেড়ে আসা ভিস্তারা ফ্লাইটে একটি হাতে লেখা নোটে বোমা হামলার হুমকি দেয়া হয়। সকাল ১০টা ০৮মিনিটে বিমানের এক ক্রু একটি এয়ার সিকনেস ব্যাগে হুমকি নোটটি খুঁজে পায়। সকাল ১০টা ১৯মিনিটে ২৯৪ জন যাত্রী এবং ১২ জন ক্রুসহ বিমানটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করে।
ভিস্তারা এয়ারলাইন্সের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন প্যারিস থেকে উড়ে আসা ইউকে ০২৪ বিমানটি অবতরণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুমকির নোট সম্পর্কে অবহিত করা হয়। নিরাপত্তা সংস্থাগুলো যেকোনো দূর্ঘটনা এড়াতে দ্রুত তৎপড়তা দেখিয়েছে।
একদিন আগে বেনারস থেকে নয়া দিল্লির পথে যাওয়া ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও একই রকম হামলার হুমকি পাওয়া যায়। পুলিশ সম্পূর্ণ তল্লাশির পরে মিথ্যা হুমকি ঘটনাটি হিসেবে চিহ্নিত করে।
দিল্লি পুলিশের একজন কর্মকর্তা জানান, একজন মহিলা বিমানবন্দরের সিকিউরিটিকে মুঠোফোনে জানান তার স্বামী হাতব্যাগে বোমা নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের সেই বিমানে যাত্রা করছিলেন। পরে সংশ্লিষ্ট যাত্রী ভিমল কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুমার পুলিশকে জানান, তার স্ত্রী “মানসিকভাবে অসুস্থ”। পুলিশ জানায়, অভিযুক্তের দাবিগুলি যাচাই করা হচ্ছে। একইসাথে নেয়া হচ্ছে আইনি পদক্ষেপও।