Monday, December 23, 2024
Home ভারত মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানের বিপজ্জনক অবস্থান

মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানের বিপজ্জনক অবস্থান

by Mr.Rocky
0 comment

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার দুইটি বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ইন্ডিগোর বিমান যখন অবতরণ করছে ঠিক সেই সময়ে এয়ার ইন্ডিয়ার বিমান একই রানওয়ে থেকে উড্ডয়ন করছে।

শনিবার ভোরে মুম্বাই বিমানবন্দরের রানওয়ে ২৭-এ এই ঘটনা ঘটে। তখন ইন্ডিগোর বিমান ইন্দোরের দেবী অহিল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে অবতরণ করছিল। একই সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

অত্যন্ত কাছাকাছি সময়ে এই অবতরণ ও উড্ডয়নের ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পাইলটদের সাবধানতায় বড় ধরনের দূর্ঘটনার হাতে থেকে রক্ষা পায় বিমান দুটি।

এঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে অপসারণ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-ডিজিসিএ। পাশাপাশি, ঘটনার মূল কারণ উদ্ধারে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

সংবাদ সংস্থা এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে এয়ার ট্রাফিক কন্ট্রোল গিল্ড ইন্ডিয়ার সাধারণ সম্পাদক আলোক যাদব বলেন, “মুম্বাই এবং দিল্লি বিমানবন্দরে প্রতি ঘণ্টায় প্রায় ৪৬টি বিমান পরিচালনা করা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসাররা বিমানের নিরাপদ আগমন এবং প্রস্থান নিশ্চিত করার জন্য দায়িত্বশীল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেই সময়ে দৃশ্যমানতা ভালো ছিল। তবে দায়িত্বরতদের কাছে এধরনের পরিস্থিতির নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। বিষয়টি সতর্কতার সাথে তদন্ত করছে কর্তৃপক্ষ।”

Source: https://www.hindustantimes.com/education/admissions/senior-management-programme-from-indian-institute-of-management-kozhikode-will-upscale-your-leadership-capabilities-101717488629613.html 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?