Sunday, December 22, 2024
Home পাকিস্তান বিরল বন্দুক হামলায় চার পাকিস্তানি ও এক পুলিশ সহ ছয় জনের মৃত্যু হয়

বিরল বন্দুক হামলায় চার পাকিস্তানি ও এক পুলিশ সহ ছয় জনের মৃত্যু হয়

by Hocchetaki
0 comment
বিরল বন্দুক হামলায় চার পাকিস্তানি ও এক পুলিশ সহ ছয় জনের মৃত্যু হয়

ঐতিহাসিক ভাবে মধ্য প্রাচ্যের অন্যতম শান্তিপূর্ণ দেশ ওমান। এখানে সন্ত্রাসবাদ কিংবা অপরাধ প্রবণতা খুবই কম। সেই ওমান পবিত্র আশুরার দিনে ভয়াবহ এক বন্দুক হামলার শিকার হয়েছে। 

ওমানের মসজিদে বিরল এক বন্দুক হামলায় ছয় জন মারা গেছে। এসময় আরো অন্তত ২৮ জন আহত হয়। শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আশুরার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। 

রাজধানী মাসকটের ওয়াদি আল-কাবীর এলাকায় ইমাম আলী মসজিদে বন্দুকধারীরা হামলা করে। এক ভিডিওতে দেখা যায় বন্দুকধারীরা চিৎকার করতে করতে গুলি চালায়। এসময় মসজিদের কাছে মানুষ পালিয়ে যেতে চেষ্টা করে। 

এক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি নাগরিক ও এক পুলিশ সদস্য রয়েছে। এসময় আরো অন্তত ২৮ জন আহত হয়। 

গতকাল এক টেলিগ্রাম বার্তায় আইএস এ হামলার দায় স্বীকার করেছে। ওমানে এধরনের হামলার ঘটনা খুবই বিরল। মধ্য প্রাচ্যের শান্তিপূর্ণ দেশ হিসেবে ওমানের সুনাম রয়েছে। 

ওমানের পুলিশ জানায় এ ঘটনা পিছনে থাকা তিন হামলাকারী ইতিমধ্যে নিহত হয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে কাপুরুষোচিত বর্বর হামলা বলে উল্লেখ করে পাকিস্তান। তারা আরো জানায় ওমান পুলিশ হামলাকরীদের হত্যা করেছে জেনে আমরা চিন্তা মুক্ত হয়েছি। 

ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলী আহতদের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি পাকিস্তানি নাগরিকদের সতর্ক থাকতে বলেন। 

এদিকে আমেরিকা ওমানে থাকা তাদের নাগরিকদের উপর সতর্কতা জারি করেছে। ওমানে নিযুক্ত আমেরিকার দূতাবাস এক্সে প্রকাশিত এক বার্তায় একথা জানায়। 

Source: https://www.aljazeera.com/news/2024/7/16/four-shot-dead-near-mosque-in-oman

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?