Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক বেশাম হামলা তদন্তে পাকিস্তানের সাথে কাজ করতে সম্মতি জানালো আফগানিস্তান

বেশাম হামলা তদন্তে পাকিস্তানের সাথে কাজ করতে সম্মতি জানালো আফগানিস্তান

by Hocchetaki
0 comment

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের কাছে ২৬ মার্চ বেশামে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ চীনা প্রকৌশলীদের হত্যাকারীদের গ্রেফতারে সহযোগিতা চেয়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে, স্বরাষ্ট্র সচিব মুহাম্মদ খুররম আগা কাবুলে অন্তর্বর্তীকালীন আফগান স্বরাষ্ট্র উপমন্ত্রী মুহাম্মদ নবি ওমারির সাথে বিস্তারিত বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব বশাম হামলার তদন্তের বিস্তারিত জানিয়ে অপরাধীদের গ্রেপ্তারে আফগানিস্তানের সহায়তা চান।

পরে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তান তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে কোন সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না পুনরায় আশ্বাস জানিয়েছে। এছাড়া, আফগান পক্ষ তদন্তের ফলাফল পর্যালোচনা করে পাকিস্তানের সাথে যৌথভাবে তদন্তের সম্পূর্ণ সমাপ্তিতে কাজ করার অঙ্গীকার করেছে, বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৈঠকে দুই পক্ষই সন্ত্রাসবাদের হুমকির মোকাবিলায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে রবিবার পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান-টিটিপি’র সম্পূর্ণ নেতৃত্বকে গ্রেপ্তার এবং বিচার করার দাবি জানায়। ২৬মার্চ চীনা প্রকৌশলীদের ওপর হামলার সাথে যুক্ত থাকার অভিযোগে এই দাবি তোলে ইসলামাবাদ।

লাহোরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির এক সংবাদ সম্মেলনে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি বলেন, “বেশাম হামলায় টিটিপির সংযোগের প্রমাণ ইতিমধ্যেই আফগান সরকারকে জানানো হয়েছে। দুঃখজনকভাবে, এখনও পর্যন্ত আফগান সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি।” যদি আফগান সরকার টিটিপির নেতাদের বিচার করতে না পারে, তাহলে তাদেরকে পাকিস্তানের হাতে তুলে দিতে আহবান জানিয়েছেন নাকভি।

এবছরের ২৬ মার্চ কারাকোরাম হাইওয়েতে এক আত্মঘাতী হামলায় পাঁচ চীনা প্রকৌশলী এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হন। প্রাথমিক তদন্তে আফগানিস্তানে পালানো টিটিপির সাথে সন্ত্রাসী হামলার সংযোগ পাওয়া যায়। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির সমন্বয়ক রাই তাহিরও তদন্তের সম্পূর্ণ বিবরণ আফগানিস্তানের কাছে হস্তান্তর করেছেন।

Source: https://tribune.com.pk/story/2469062/afghanistan-agrees-to-review-pakistans-findings-on-besham-attack-probe 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?