Monday, December 23, 2024
Home আফগানিস্তান বৈশ্বিক স্বীকৃতির আহবান জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার

বৈশ্বিক স্বীকৃতির আহবান জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার

by Hocchetaki
0 comment

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের স্বীকৃতির বিষয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতের মন্তব্যের পর, বিশ্বের সকল দেশের কাছ থেকে স্বীকৃতি প্রত্যাশা করছে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহবান জানান ক্ষমতাসীন তালেবাল সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এসময় তিনি বলেন, এই স্বীকৃতি ইসলামি আমিরাতের অধিকার, যেটি পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কে জড়াতে পারবে কাবুল। স্বীকৃতি পেলে নিজেদের অগ্রগতির আশা প্রকাশ করেন মুখপাত্র। এসময় তিনি দৃঢ় কূটনীতির উদাহরণ হিসেবে আফগানিস্তান ও ইরানের দূতাবাস ও দাপ্তরিক সম্পর্ককে দেখান। 

সম্প্রতি কাবুলে ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম রেজা নাজারি আগে এক মন্তব্যে বলেন, ইরান ইসলামি আমিরাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়। তবে অন্তর্ভুক্তিমূলক সরকার না থাকার বিষয়টিকে ইরানের স্বীকৃতি সিদ্ধান্তের চ্যালেঞ্জ হিসাবে বর্ণনা করেছেন তিনি।

কাবুলের নুরিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিউল্লাহ মোহাম্মদী মনে করেন, আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক সরকারে বিশেষজ্ঞ ও অন্যান্য জাতিগত গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে সহজেই সেটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাশারের দাবি, ইসলামি আমিরাত স্বীকৃতি পাওয়ার জন্য বৈশ্বিক শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে।

বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মতে, আফগানিস্তানে এখনো নারীদের মানবাধিকার নিশ্চিত করা, আন্তঃআফগান সংলাপ, মাদক চাষ, উৎপাদন ও পাচার নিষিদ্ধকরণের মতো বিষয়গুলোর সুরাহা হয়নি।

Source: https://tolonews.com/afghanistan-189008

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?