Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ভোটের মধ্যে ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে

ভোটের মধ্যে ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে

by Mr.Rocky
0 comment
ভোটের মধ্যে ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে

ভোটের মধ্যে ফের জঙ্গি হামলা ঘটেছে কাশ্মীরের দুইটি পৃথক অঞ্চলে। কাশ্মীরে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পর্যটক দম্পতি। অন্য একটি ঘটনায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিজেপির স্থানীয় এক নেতা। লোকসভা নির্বাচনের মধ্যে এমন হামলায় অঞ্চলটি ঘিরে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিরা অনন্তনাগের ইয়ান্নার এলাকায় এক জন মহিলা ও তাঁর স্বামীকে গুলি করে। আহতদের নাম ফারহা ও তাবরেজ। তাঁরা রাজস্থানের জয়পুরের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। 

এই হামলার এক ঘণ্টা আগে আরও একটি জঙ্গি হামলায় আজাজ আহমেদ শেখ নামে এক ব্যক্তি শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আজাজ ছিলেন ওই এলাকার স্থানীয় বিজেপি নেতা এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ফারুক ও ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি অনন্তনাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স (এনসি) সহ-সভাপতি ওমর আবদুল্লাহ বারামুল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৫ মে অনন্তনাগ-রাজৌরি আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এই জঙ্গি হামলা সাধারণ নাগরিকদের আতঙ্কিত করে তুলেছে। একই সঙ্গে, কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Source: https://www.hindustantimes.com/india-news/amid-lok-sabha-polls-bjp-leader-killed-and-tourist-couple-injured-in-j-k-terror-attacks-101716076911425.html

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?