গত ডিসেম্বরে দস্যুদের হাতে বন্দী হওয়া বুলগেরিয়ান জাহাজ এমভি রুয়েন-কে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। ২০১৭ সালের পরে প্রথম কোনো কার্গো জাহাজ হিসেবে এই জাহাজটিকে অপহরণ করেছিল সোমালীয় জলদস্যুরা।
ভারতীয় নৌবাহিনী সুত্র জানায়, গত শুক্রবার এমভি রুয়েন থেকে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতার দিকে গুলি ছুড়ে দস্যুরা। আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালানো হয় যুদ্ধজাহাজ থেকে। ৪০ঘণ্টার এই অভিযানের পরে আটক করা হয় ৩৫জন সোমালীয় জলদস্যুকে। এছাড়াও জাহাজে আটক থাকা ১৭জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ, হেলিকপ্টারের সমন্বয়ে এই অভিযানে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। রুয়েন জাহাজের মালিক অভিযানটিকে আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটির একটি বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।
Source: theguardian