ভারতের উত্তর প্রদেশে হিন্দু ধর্মালম্বীদের একটি অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছে ১১৬ জন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
উত্তরপ্রদেশের হাথরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে হঠাৎ করে ভয়ংকর ধুলার ঝড় শুরু হলে উপস্থিত জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে গিয়ে অনেকে পদদলিত হয়ে মৃত্যু বরণ করে। কেউবা আবার রাস্তার পাশের ড্রেনে পরে যায়।
উত্তর প্রদেশের পুলিশ এখনো প্রযন্ত ১১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
ভোলে বাবা নামের একজন ধর্মগুরুর জনসভা শেষে এ ঘটনা ঘটে। এক পুলিশ সদস্য রাজেশ সিং জানান অতিরিক্ত জনসমাগম এ ঘটনার কারণ হতে পারে। ধারণা করা হচ্ছে সেখানে প্রায় ১৫০০০ এর বেশি মানুষ অংশ নিয়েছিল। যেখানে অনুমতি ছিল মাত্র ৫০০০।
এক প্রত্যক্ষর্শী জানান অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই মানুষ হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে শুরু করে। বেরিয়ে আসার পর্যাপ্ত রাস্তা না থাকায় একজন অন্যজনের উপর পরতে শুরু করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এসময় তিনি প্রত্যেক নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পঞ্চাশ হাজার রুপি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।