ভারতের দিল্লির গাজীপুর ল্যান্ডফিল সাইটে রবিবার সন্ধ্যায় একটি বিশাল আগুন লেগেছে। এখনো পর্যন্ত আগুন নির্বাপনের চেষ্টা করছে ফায়ার ব্রিগেড। সংবাদ সংস্থা এএনআই সোমবার সকালে জানিয়েছে, রাজধানীর এই বিশাল ডাম্পিং গ্রাউন্ডটি এখনো আগুনে ঢেকে রয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টার কাছাকাছি গাজীপুর ল্যান্ডফিলে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ১০টি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি ফায়ার সার্ভিসের এসও নরেশ কুমার এএনআইকে জানান, ল্যান্ডফিলে জমে থাকা গ্যাসের কারণে আগুন লেগেছে। প্রচন্ড উত্তাপের কারণে আগুন নেভানোর কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
এদিকে, এলাকার বাসিন্দারা জ্বলন্ত আবর্জনা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার অভিযোগ করেছেন। বাসিন্দারা গ্যাসের ঘন মেঘের অভিযোগ করে বলেছেন, এটি বয়স্কদের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। ল্যান্ডফিল সাইট কমানোর এমসিডি নির্বাচনে একটি প্রধান প্রতিশ্রুতি ছিল আম আদমি পার্টির। সেটি পূরণ না করায় বিজেপি দিল্লি সরকারকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেছে।
বিজেপি নেতা কপিল মিশ্র এক্স হ্যান্ডেলে বলেছেন, “এই ধোঁয়া কেজরিওয়ালের মিথ্যার মতোই বিষাক্ত।”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২০২২ সালের এমসিডি নির্বাচনের আগে এই ল্যান্ডফিল সাইটটি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তারপর থেকে ল্যান্ডফিলের উচ্চতা বেড়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।