ভারত ডেস্ক।।
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে বিপদে ফেলতে ভারতের কাছেই মাথা নত করলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ নিজ দেশের মানুষের পক্ষ থেকে ভারতের কাছে ক্ষমা চেয়েছেন।
ভারত সফররত নাশিদ গতকাল ভারতের কাছে নত হয়ে বলেছেন, ‘ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছে। তাতে দেশের পর্যটনশিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। আমি এখন ভারতে রয়েছি। আমি খুবই চিন্তিত, উদ্বিগ্ন। আমি বলতে চাই, যা কিছু ঘটছে তাতে মালদ্বীপবাসী দুঃখিত।’
এদিকে নাশিদের এমন মন্তব্যে ক্ষেপেছে মালদ্বীপবাসীরা। কেউ কেউ দাবী করেছেন তাকে মালদ্বীপে ঢুকতেই দিবেন না।
মোহাম্মদ নাশিদ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মালদ্বীপের সর্বশেষ নির্বাচনে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট পদে জয়ী হন। এর পর থেকে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটেছে।
মুইজ্জু সরকারের মন্ত্রিসভার তিন সদস্য সম্প্রতি গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটূক্তি করায় বরখাস্ত হয়েছেন। এ ছাড়া ক্রমাগত ভারতবিরোধিতা ও চীনের পক্ষে যায় এমন সিদ্ধান্ত নেওয়ায় ভারতে মুইজ্জু বেশ সমালোচিত হলেও, নিজ দেশে তার জনপ্রিয়তা বেড়েছে দেখার মতো।
নাশিদ ভারতের কাছে মাথা নত করে বলেছেন, ‘আমরা চাই ভারতীয়রা যেন মালদ্বীপে যাওয়া বন্ধ না করেন। ছুটিছাটায় তাঁরা যেমন আসছিলেন, তেমনই আসুন। আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি পাবেন না।’
মালদ্বীপের ভারতপন্থী অংশ ইতিমধ্যে প্রেসিডেন্ট মুইজ্জুর চীনপন্থী নীতি প্রতিরোধের ডাক দিয়েছে। কিন্তু তাতেও মুইজ্জু সরোকার দমেননি। চীনের সঙ্গে শেষমেষ সামরিক সহযোগিতা চুক্তি করতে সফল হয়েছে মালদ্বীপ।
আরও পড়ুন: মালদ্বীপের হুশিয়ারি স্বত্তেও মালদ্বীপের কাছেই ভারত নৌ ঘাঁটি উদ্বোধন করলো