ভারতের চলছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। প্রায় দেড় মাস ধরে চলা ম্যারাথন নির্বাচনের পর এবার ফলাফলের দিকে মুখিয়ে আছে দেশটির জনগণ। তবে এবারে নির্বাচনে ক্ষমতাসীন জোট এনডিএ এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি। অপরদিকে ইন্ডিয়া ব্লকের কল্যাণে হারানো অঞ্চলগুলোতে আবারও চমক দেখাচ্ছে কংগ্রেসের প্রার্থীরা।
চলমান গণনানুসারে ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টি আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন এনডিএ। অপরদিকে ২২৪টি আসনে নিজেদের শক্ত অবস্থান দেখাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক।
এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশ চলাকালীন সময়ে ধ্বস নেমেছে ভারতের শেয়ার বাজারে। কোভিড মহামারীর পর প্রথমবারের মতো বড় ধরনের দরপতন ঘটলো ভারতের শেয়ার মার্কেটে। একদিনে প্রায় চার হাজার সূচক নিচে নেমেছে শেয়ারবাজার।
এর আগে সোমবার বুথফেরত জরিপে দেখা যায় প্রায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে যাচ্ছে মোদীর জোট। ফলে নজিরবিহীন উত্থান ঘটে শেয়ারবাজারে। তবে মঙ্গলবার ফলাফল গণনা শুরুর পর থেকে বুথফেরত জরিপের ভবিষ্যতবাণী ফিকে হতে থাকে। যার প্রভাব পড়ে শেয়ারবাজারের সূচকেও। ধীরে ধীরে দরপতন শুরু হয়। সর্বশেষ খবর পর্যন্ত বিএসই সেনসেক্সের সূচকের ৫.৭৪শতাংশ পতন ঘটেছে, এনএসই নিফটির কমেছে ৫.৯৩ শতাংশ।
ব্যাংকিং খাত থেকে শুরু করে জ্বালানী খাত, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স, লারসেন অ্যান্ড টুব্রো, পাওয়ার গ্রিড, এনটিপিসি, এইচডিএফসি ব্যাংকের সূচক সব থেকে পিছিয়ে ছিল। নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী কয়েকদিন শেয়ার মার্কেটে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।