Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ভিস্তারার পর এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা বিঘ্নিত

ভিস্তারার পর এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা বিঘ্নিত

by Mr.Rocky
0 comment
ভিস্তারার পর এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা বিঘ্নিত

টাটা গ্রুপের অধীনস্থ বিমান সংস্থা ভিস্তারার পর আবারো বিঘ্নিত হচ্ছে আরেকটি বিমান সংস্থার পরিষেবা। এবার সমস্যায় পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গতকাল রাত থেকেই অসুস্থতার কথা জানিয়ে একাধিক কেবিন ক্রু শেষ মুহূর্তে বিমানে উঠতে না পারায় বিমান পরিষেবাতে বিলম্ব ও বাতিলের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়, “গতকাল রাত থেকেই আমাদের কিছু কেবিন ক্রু অসুস্থতার কথা জানিয়েছেন। এর ফলে আমাদের বিমান পরিষেবাতে বিলম্ব ও বাতিলের সৃষ্টি হয়েছে।” তবে একসাথে এতকর্মীর অসুস্থতার বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয় বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

এভিয়েশন বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের এক বিশ্লেষণে দেখা গেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতি সপ্তাহে গড়ে ৭৭৮ টি দেশীয় যাত্রা এবং ৪১২ টি আন্তর্জাতিক যাত্রা রয়েছে। এই বিলম্ব ও বাতিলের ফলে প্রাথমিকভাবে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

গত মার্চ মাসে এই বিমান সংস্থাটি গড়ে প্রতিদিন ১০,৯০০ জন দেশীয় যাত্রী এবং ১৪,৭৪১ জন আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আন্তর্জাতিক রুটে মোট ৮৭ টি শহর জুড়ে নিজেদের পরিষেবা দেয়। এর মধ্যে ৩৭ টি রুট এয়ারলাইন্সটির একচেটিয়া নিয়ন্ত্রণাধীন। এই রুটে যেকোন বিমান বাতিল হলে যাত্রীদের পরবর্তী দিন অথবা দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

Source: https://www.hindustantimes.com/business/air-india-express-cancellations-monopoly-routes-will-be-hit-the-most-101715154428829.html 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?