এক মাস পরে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে চাপে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। অভিবাসী আইন, হাউজ রেন্টার্স আইনসহ বেশ কিছু ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। অপরদিকে বিরোধী দল লেবার পার্টি চেষ্টা করছে তাদের নিরাপদ আসনগুলোতে সমর্থন ধরে রাখার। কারণ গাজা ইস্যুতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভোট হারানোর শঙ্কায় রয়েছে দলটি।
লেবার প্রধান কেইর স্টার্মার গাজা ইস্যুতে ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছে। যার ফলে মুসলিম সম্প্রদায় ও মুসলিম প্রার্থীদের সাথে গভীর বিরোধের সৃষ্টি হয়েছে দলটির নেতাদের সাথে। মুসলিম অধ্যুষিত ১৬টি নির্বাচনী এলাকায় নিজেদের প্রচারণা বৃদ্ধি করতে কর্মীদের সাহায্য চেয়েছে দলটি।
এর মধ্যে রয়েছে লেস্টার সাউথ, বার্মিংহাম লেডিউড এবং স্টেপনি ও বেথনাল গ্রিন। এই সব আসনের প্রার্থীরা তাদের সম্প্রদায়ভিত্তিক ফিলিস্তিনপন্থী প্রার্থীদের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন।
নিজ দলের ভেতরেও সংকটে রয়েছে লেবার পার্টি। সম্প্রতি দলের বিতর্কিত এক ডানপন্থী প্রার্থী ড্যারেন রডওয়েলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই বর্ণবাদী কৌতুক করার অভিযোগে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন রডওয়েল। এছাড়াও পুরানো একটি অভিযোগের ভিত্তিতে পার্টির বামপন্থী এমপি লয়েড রাসেল-ময়েলের প্রার্থিতা বাতিল হয়েছে ।
এছাড়াও লিডিং ফ্যাকশনালিস্ট ও ইসরায়েল লবিস্ট লুক একহার্স্টকে নর্থ ডারহামে লেবার পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় সফরে গিয়ে ফিলিস্তিনপন্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন একহার্স্ট।
Source: https://www.morningstaronline.co.uk/article/labour-fears-loss-seats-over-gaza