ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। প্রথম ধাপের চারজন প্রার্থীর মধ্যে মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় দ্বিতীয় ধাপে তারা আবারও মুখোমুখি হয়েছেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে রয়েছে। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ জালিলি ও তার প্রাপ্ত ভোটের প্রার্থক্য খুবই সামান্য।
এ প্রযন্ত পাওয়া ফলাফলে দেখা যায় মাসুদ পেজেশকিয়ান পেয়েছে ৬,৯৩৯,৯৫৫ ভোট এবং সাঈদ জালিলি পেয়েছেন ৬,৩৫৯,০৯৯ ভোট। এখনো প্রযন্ত প্রায় ১৩.৫ মিলিয়ন ভোট গণনা শেষ হয়েছে।
প্রথম ধাপের নির্বাচনেও তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা গেছে। এ সময় মাসুদ পেজেশকিয়ান পেয়েছিলেন ১০.৪ মিলিয়ন ভোট এবং সাঈদ জালিলি পেয়েছিলেন ৯.৪ মিলিয়ন ভোট।
পরপর তিন বার ভোট গ্রহণের সময় বৃদ্ধির মাধ্যমে টানা ষোল ঘন্টা চলে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রায় ৫০ শতাংশ অর্থাৎ ৩০ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। যা প্রথম ধাপের তুলনায় অনেকটাই বেশি। এ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৬১ মিলিয়ন।