সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া হজ্ব ক্যাম্পেইন প্রচারের দায়ে দুই মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মক্কা পুলিশ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
ক্যাম্পেইনে মিথ্যাভাবে হাজীদের জন্য আবাসন, পরিবহন এবং কোরবানি সম্পাদনের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতারকরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে, তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির নাগরিক এবং আগত হজ্বযাত্রীদের এধরনের সন্দেহজনক অনলাইন বিজ্ঞাপনে সাড়া না দেওয়ার আহবান জানিয়ে সতর্ক করেছে সৌদি আরবের জন নিরাপত্তা অধিদপ্তর। এসকল বিজ্ঞাপনে প্রায়ই ভুয়া কোম্পানির পক্ষ থেকে হজ সম্পাদন, কোরবানি সম্পাদন ও মাংস বিতরণ, হজ ব্রেসলেট বিক্রি এবং পরিবহন পরিষেবার প্রতিশ্রুতি দেয়া হয়। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এসপিএ জানিয়েছে, সম্ভাব্য হাজীদের প্রতারণা করার উদ্দেশ্যে হজ্ব মৌসুমে সক্রিয় হয় এই প্রতারক চক্রগুলো।
নিরাপদ এবং বৈধ হজ অভিজ্ঞতা নিশ্চিতে নাগরিক এবং হজ্বযাত্রীদের অফিসিয়াল হজ নিয়ম এবং নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করেছে সৌদির জন নিরাপত্তা অধিদপ্তর। এছাড়াও, সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Source: https://www.arabnews.com/node/2521281/saudi-arabia