আকাশ থেকে কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টির প্রযুক্তিকে পুরো বিশ্বজুড়ে ক্লাউড সিডিং নামে ডাকা হয়। উন্নত দেশ ও মরূভূমির দেশগুলো প্রায়ই নিজেদের আবহাওয়াকে ঠিক রাখতে এই প্রযুক্তি ব্যবহার করে। এবার সৌদি আরবে মুসলিম সমাজের পবিত্র স্থান মক্কা-সহ অন্যান্য স্থানগুলোর আবহাওয়া রক্ষায় ক্লাউড সিডিং কর্মসূচী ঘোষণা করেছে দেশটির আবহাওয়া উন্নয়ন বিভাগ।
নতুন এই কার্যক্রমে, পবিত্র মক্কা শহর, মিনা, আরাফাত ও মুজদালিফার পবিত্র স্থানসহ আশেপাশের এলাকাগুলিতে আবহাওয়া উন্নত করতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজ চলছে। এই ক্ষেত্রে সহযোগিতা করছে বিশেষায়িত গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
সৌদি আরবে ক্লাউড সিডিংয়ের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করবে দেশটি। সাধারণত বিমানের মাধ্যমে আকাশে সিলভার আয়োডাইড ছড়িয়ে দেয়া হয় মেঘের উপর। ফলে সেসব স্থানে সহজেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির সূচনা করে। নতুন প্রযুক্তি হিসেবে বিমানের পরিবর্তে গ্রাউন্ড জেনারেটর ব্যবহার করছে সৌদি আরব। ফলে ভূমি থেকেই নির্দিষ্ট উচ্চতায় মেঘকে ঘনীভূত করার কার্যক্রম চালানো হবে।
দেশটির আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, তারা নিজেদের দেশের আবহাওয়া অবস্থা উন্নত করতে আধুনিক সকল প্রযুক্তিগুলির সর্বোত্তম ব্যবহার করবে। আঞ্চলিক ক্লাউড সিডিং প্রোগ্রামের মাধ্যমে সৌদি আরব তাদের এই গবেষণা কার্যক্রম বিশ্বের কাছে উপস্থাপনা করবে বলে জানানো হয়েছে।