Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক মোজাম্বিকে ফেরি দুর্ঘটনায় প্রাণ গেল ৯১ জনের

মোজাম্বিকে ফেরি দুর্ঘটনায় প্রাণ গেল ৯১ জনের

by Mr.Rocky
0 comment
মোজাম্বিকে ফেরি দুর্ঘটনায় প্রাণ গেল ৯১ জনের

রবিবার মোজাম্বিক উপকূলে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। দূর্ঘটনায় আক্রান্ত ফেরিটি পূর্বে একটি মাছ ধরার নৌকা ছিল। নামপুলা প্রদেশের একটি দ্বীপে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীবোঝাই করা হয়েছিল ফেরিটিতে। দুর্ঘটনার সময় এতে প্রায় ১৩০ জন যাত্রী ছিলেন।

নামপুলার সেক্রেটারি অফ স্টেট জাইম নেটো বলেছেন, “নৌকাটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত ছিল। অতিরিক্ত ভিড়ের কারণেই এটি ডুবে গেছে। ৯১ জন মানুষ তাদের জীবন হারিয়েছেন।” নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানিয়েছেন নেটো।

উদ্ধারকারীরা এখনো পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রতিকূল সমুদ্রের অবস্থা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে। মূলত সাম্প্রতিক সময়ে দেশটিতে কলেরা মহামারী আকার ধারণ করেছে। সেই আতঙ্কে মূল ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বেশিরভাগ যাত্রী বলে জানিয়েছেন নেটো।

দক্ষিণ আফ্রিকার এই দেশটি বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি। সরকারি তথ্যানুসারে গত অক্টোবর থেকে প্রায় ১৫,০০০ পানিবাহিত রোগের ঘটনা রেকর্ড হয়েছে এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নামপুলা প্রদেশে কলেরা বিকট আকারে ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দল কাজ করছে বলে জানান কর্মকর্তারা।

Source: https://www.trtworld.com/africa/ferry-sinks-90-people-killed-off-mozambique-coast-17690868 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?