সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের মরুভূমিতে নির্মাণাধীন ভবিষ্যত মেগাসিটির জন্য জায়গা তৈরি করতে সৌদি বাহিনীকে হত্যার আদেশ দেওয়ার বিস্ফোরক তথ্য উঠে আসার পর যুক্তরাজ্যের নির্বাহী এবং প্রতিনিধিদের একটি দলকে সৌদি নেতৃত্বের উপর চাপ প্রয়োগের আহবান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
বর্তমানে নির্বাসিত সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল রাবিহ আলেনেজি’র বরাত দিয়ে বিবিসি জানায়, তাকে এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের উপর রাজ্যের উত্তর-পশ্চিমে স্থানীয় উপজাতিদের উচ্ছেদ করার আদেশ ছিল। জোর করে হলে, প্রয়োজনে যেকোনো ধরনের মারণাত্মক পদ্ধতি ব্যবহারেরও নির্দেশনা দেয়া হয়েছিল তাদের। এমাসের শুরুর দিকে এ তথ্য প্রকাশ করে বিবিসি।
সৌদি আরবের ভবিষ্যতের মেগাশহর ‘নিওম’ নির্মাণের জন্য দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশের একটি মরুভূমিকে বেছে নেয়া হয়। কিন্তু সেখানে বেশ কিছু উপজাতি গোষ্ঠির বসবাস রয়েছে।
উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় হাওয়েতাট গোত্রের বেশ কয়েকজনকে কারাগারে আটক করা হয়। এমনকি ২০২০ সালে চালানো উচ্ছেদ অভিযানে একজনকে গুলি করে হত্যা করে সৌদি নিরাপত্তা বাহিনী।
যুক্তরাজ্যের আয়োজনে সৌদি আরবের রাজধানী রিয়াদে “গ্রেট ফিউচার্স” নামে একটি অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে অংশ নিতে সৌদি আরব যাচ্ছে যুক্তরাজ্যের প্রতিনিধি দল।
মানবাধিকার গোষ্ঠীগুলো যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে নিওমের জন্য জায়গা করতে নেওয়া বিতর্কিত কৌশল নিয়ে সৌদি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার এবং চাপ প্রয়োগের আহবান জানিয়েছে।