দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কুচকাওয়াজের মহড়া চলাকালীন সময়ে মাঝআকাশে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হেলিকপ্টারের ১০ জন ক্রু নিহত হয়েছেন। আসন্ন কুচকাওয়াজকে সামনে রেখে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টার সামরিক মহড়া চলাকালীন মাঝ-আকাশে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে বলে জানায় রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন)।
নৌবাহিনী জানিয়েছে, নিহতদের ঘটনাস্থলেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং মৃতদেহ শনাক্তকরণের জন্য লুমুত নৌঘাঁটির সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার যথাযথ কারণ অনুসন্ধান করা হবে বলে জানায় তারা।
স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে বেশ কয়েকটি হেলিকপ্টারকে এক সঙ্গে উড়তে দেখা যায়। মাঝআকাশে উড্ডয়নকালে দুটি হেলিকপ্টারের একটিতে আরেকটির রোটর আঘাত করে। এতে মূহুর্তেই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। স্থানীয় পুলিশ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরডিন বলেছেন, রয়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য আজ কুচকাওয়াজের মহড়া চলছিল। এতে একটি মেরিটাইম অপারেশন হেলিকপ্টার ও একটি ফেনেক মিলিটারি চপার মডেলের দুটি হেলিকপ্টার অংশ নেয়।
মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, নিহত ক্রুদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের সবার বয়স ৪০ বছরের নিচে।
এর আগে গত মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়।
Source: https://www.channelnewsasia.com/asia/malaysia-helicopter-crash-10-dead-navy-training-lumut-4285051