Monday, December 23, 2024
Home রাশিয়া মস্কোর কনসার্ট হলে বন্দুকধারী হামলায় ৯৩ জনের মৃত্যু

মস্কোর কনসার্ট হলে বন্দুকধারী হামলায় ৯৩ জনের মৃত্যু

by Mr.Rocky
0 comment
মস্কোর কনসার্ট হলে বন্দুকধারী হামলায় ৯৩ জনের মৃত্যু

মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্ট চলাকালীন ছদ্মবেশী বন্দুকধারীদের গুলিতে শুক্রবার কমপক্ষে ৯৩ জন নিহত এবং ১৮৭ জনেরও বেশি আহত হয়েছেন। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, সোভিয়েত-যুগের রক ব্যান্ড “পিকনিক” এর কনসার্ট শুরু হওয়ার মুহূর্তে বন্দুকধারীরা বেসামরিক লোকদের উপর গুলিবর্ষণ শুরু করে।

ফুটেজে আরও দেখা যায়, বন্দূকধারীরা “ক্রোকাস সিটি হল” এর একটি প্রবেশদ্বারের সামনে লোকজনকে গুলি করছে। ভিডিওতে কনসার্ট হলের বাইরে বেশ কয়েকজনকে নিথরভাবে পড়ে থাকতেও দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয় এই ব্যান্ডটির কনসার্ট উপলক্ষ্যে ৬,২০০ আসনের হলটির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিরাপত্তা বাহিনী এফএসবির বরাত দিয়ে জানিয়েছে, ৯৩ জন নিহত এবং ১৮৭ জনেরও বেশি আহত হয়েছেন। বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায় এবং গোলাগুলির পরে সবাই প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলো দাবি করছে ভবনের একটি বেসমেন্ট থেকে প্রায় ১৮৭ জনকে উদ্ধার করা হয়েছে। 

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এদিকে ঘটনার পরে রাশিয়া সব এয়ারপোর্ট, স্টেশনসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি “রক্তাক্ত সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউসও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন হামলায় আক্রান্তদের সব ধরনের সহায়তা দেয়া হবে।

Source: https://www.reuters.com/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?