Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সিন্থেটিক মাদক কুশে ঝুঁকছে সিয়েরা লিওনের যুবসমাজ

সিন্থেটিক মাদক কুশে ঝুঁকছে সিয়েরা লিওনের যুবসমাজ

by Hocchetaki
0 comment
সিন্থেটিক মাদক কুশে ঝুঁকছে সিয়েরা লিওনের যুবসমাজ

করোনা কিংবা ইবোলা ভাইরাসের মতই প্রভাব ফেলছে সমাজে

সিয়েরা লিওনের যুবসমাজে সস্তা, সিন্থেটিক মাদক কুশের প্রভাব মহামারীর আকার ধারণ করেছে। রাজধানী ফ্রিটাউনের বোম্বে উপশহরের অলিতে-গলিতে তরুণরা মাদকের নেশায় মগ্ন হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়ো এই বছর কুশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই সাথে এই মাদককে মহামারী এবং জাতির জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছেন।

সাধারণ মানুষ কুশের সঠিক উপাদান এবং প্রভাব সম্পর্কে এখনও সচেতন নয়। এটি সাধারণত ক্যানাবিসের সাথে ফেন্টানিল, ট্রামাডল এবং ফরমালডিহাইডের মতো সিন্থেটিক মাদক মিশিয়ে তৈরি করা হয়ে থাকে। এমনকি কিছু এলাকায়, কবর থেকে হাড় খুঁড়ে তা মাদক তৈরির জন্য ব্যবহৃত হয়।

সিন্থেটিক এই মাদক মানুষকে অলস, মানসিকভাবে হতাশ করার পাশাপাশি অসুস্থ করে তোলে। সরকার কুশ সম্পর্কিত মৃত্যুর বা হাসপাতালে ভর্তির কোনো সরকারি তথ্য প্রকাশ না করলেও, ২০২২ সাল থেকে সিয়েরা লিওনের একমাত্র মানসিক হাসপাতালে কুশ আসক্তদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মানসিক স্বাস্থ্য দপ্তর।

সিয়েরা লিওনে কুশের প্রভাব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছেন পশ্চিম আফ্রিকা ড্রাগ পলিসি নেটওয়ার্কের পরিচালক প্রিন্স বুল-লুসেনি। তার মতে প্রতিটি সম্প্রদায় কুশ দ্বারা প্রভাবিত হচ্ছে।  তার মতে, বেশিরভাগ ব্যবহারকারীদের জন্য কোনো চিকিৎসা বা পুনর্বাসন ব্যবস্থা না থাকায়, এর সমাধানও করা যাচ্ছে না।

স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব বলে কুশের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে কোভিড ও পশ্চিম আফ্রিকার দশকব্যাপী চলমান ইবোলা ভাইরাসের প্রভাব এবং কুশের প্রভাব একই রকম।

https://www.africanews.com/2024/05/27/a-cheap-synthetic-drug-is-ravaging-sierra-leones-youth

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?