Monday, December 23, 2024
Home ইউরোপ মুসলিম সম্প্রদায়ের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে বৃটেন

মুসলিম সম্প্রদায়ের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে বৃটেন

by Md Nayem
0 comment
মুসলিম সম্প্রদায়ের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে বৃটেন

ইউরোপ ডেস্ক।।

মুসলিম সম্প্রদায়ের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড বা ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বৃটেন। সোমবার পবিত্র মাস রমজান শুরু হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই অর্থ ব্যয় করে মসজিদ, ইসলামি স্কুল এবং মুসলিমদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বৃদ্ধি করা হবে। যুক্ত করা হবে ক্যামেরা, অ্যালার্ম এবং নিরাপত্তা দেয়াল। 

মূলত গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রেক্ষাপটে বৃটেনে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য অতিরিক্ত এই বিনিয়োগের ঘোষণা দিলো দেশটি। 

এই ঘোষণার পরে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সমাজে মুসলিম বিদ্বেষের কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলির কারণে বৃটিশ মুসলমানদের বিরুদ্ধে হেনস্থার ঘটনা মেনে নেব না। 

বৃটেনে আনুমানিক চার মিলিয়ন মুসলিম বসবাস করে। মুসলিম বিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে অনলাইন আক্রমণ, শারীরিক আক্রমণ এবং অন্যান্য ধরনের হামলার ঘটনা সম্প্রতি ৩৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ঠিক এই কারণেই বৃটেন এই অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বৃটিশ মুসলিমদের  একটি সময়ে আশ্বাস ও আস্থা প্রদান করেছিলো মুসলিমদের সুরক্ষার। এর কিছুদিন পরেই মুসলিম সম্প্রদায়ের জন্য এমন বিনিয়োগের খবর দিলো বৃটেন।

আরও পড়ুন: চার ইউরোপীয় দেশের সাথে ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?