Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক মেক্সিকোতে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক হত্যাকান্ডের সংখ্যা

মেক্সিকোতে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক হত্যাকান্ডের সংখ্যা

by Hocchetaki
0 comment

আগামী ২জুন মেক্সিকোতে আয়োজিত হতে যাচ্ছে দেশটির জাতীয় নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে বেড়ে গেছে রাজনৈতিক হত্যাকান্ডের হার। সর্বশেষ পরিসংখ্যানে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত মেক্সিকো জুড়ে ৩৪ জন প্রার্থী বা সম্ভাব্য প্রার্থীকে হত্যা করার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। 

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মাদক কার্টেলগুলো স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলতে এসব হত্যাকান্ড চালাচ্ছে। সবথেকে বেশি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে মেক্সিকোর গুয়েরেরো স্টেটে। ৬জন নির্বাচনী প্রার্থীকে হত্যা করা হয়েছে সেখানে। ফলে আসন্ন নির্বাচনে প্রার্থিতা বহাল রাখা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন অনেক রাজনৈতিক নেতা।

অনেকে আবার প্রচারণা চালাচ্ছেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের সাথে নিয়ে। অনেক প্রার্থী চলাচল করছেন সাজোয়া গাড়িতে। ভয়ে অনেক অঞ্চলে নিজেদের প্রার্থী দিচ্ছে না রাজনৈতিক দলগুলো।

যদিও শাসক মোর্না পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতাকে বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর “সেন্সেশনালিজম” বলে উড়িয়ে দিয়েছেন। তার সময়ে গত বছর প্রায় ৫শতাংশ হত্যাকান্ড হ্রাস পেয়েছে বলে দাবি করেন ওব্রাদর। কিন্তু এখনও বছরে প্রায় ত্রিশ হাজার মানুষ দেশটিতে হত্যাকান্ডের শিকার হচ্ছে যা মেক্সিকোর আধুনিক ইতিহাসে অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি।

Source: https://www.reuters.com/world/americas/mexico-wave-political-murders-eats-away-democracy-2024-05-24/ 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?