Monday, December 23, 2024
Home চীন মে মাসে আবারো চীন সফরে যাচ্ছেন পুতিন

মে মাসে আবারো চীন সফরে যাচ্ছেন পুতিন

by Mr.Rocky
0 comment
মে মাসে আবারো চীন সফরে যাচ্ছেন পুতিন

টানা পঞ্চমবারের মতো নির্বাচনে জয়লাভ করে রাশিয়ার মসনদে বসতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে প্রথম বিদেশ সফরে চীন ভ্রমণের পরিকল্পনা শুরু করেছে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়। রয়টার্সে প্রকাশিত এক সংবাদের বরাতে জানা গেছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রেসিডেন্ট পুতিন।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, “ইউক্রেনকে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মানজনক বিষয়। আজ ইউক্রেন তার অস্তিত্বসংকটে এবং আমেরিকা রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। আমাদের কাছে নষ্ট করার মতো কোনো সময় নেই।” জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে ইউক্রেন ও মিত্র পঞ্চাশটি দেশের মিত্রদের সাথে এক বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এসব বলেন অস্টিন। ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপ (ইউডিসিজি) নামে পরিচিত বৈঠিকটির নেতৃত্ব দিচ্ছেন অস্টিন।

ইতিমধ্যে অর্থসংকটের কারণে ইউক্রেনকে সাহায্যের একটি তহবিল আটকে রয়েছে কংগ্রেসে। যদিও ওয়াশিংটন চেষ্টা চালাচ্ছে ইউক্রেনকে সহযোগিতা করার উপায় বের করার। 

অস্টিন আরো বলেন, “যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্র দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবে। কারণ এটি একদিকে যেমন ইউক্রেনের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই, অন্যদিকে আমেরিকার জন্য সম্মান ও নিরাপত্তার বিষয়। আমাদের ভুল করার কোনো অবকাশ নেই। পুতিন আমাদের দেখছে। বিশ্ব আমাদের দেখছে।”

এদিকে ইউক্রেনের খারিকিভে একটি কারখানায় রাশিয়ার শেল হামলায় কমপক্ষে ৫জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। যদিও খারিকিভের গভর্নর ওলেহ সিনেহুবভ এমন দাবির কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম সিএনবিসি।

Source: cnbc.com

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?