লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জানিয়েছে ইসরাইল লেবানন সীমান্তের সংঘাত থামানোর একমাত্র উপায় হচ্ছে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরাইলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার।
হিজবুল্লাহ ডেপুটি লিডার নাইম কাশেম এক সাক্ষাৎকারে বলেন গাজায় যদি যুদ্ধবিরতির বাস্তবায়ন হয় তবে আমরা কোনো ধরনের আলোচনা ছাড়াই ইসরাইলের সাথে চলমান যুদ্ধ থামিয়ে দেবো। কিন্তু ইসরাইল যদি কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া গাজায় অভিযানের পরিমাণ কমিয়ে আনে, তবে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত থামবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
যদি গাজায় যুদ্ধ এবং যুদ্ধ বিরতির মাঝামাঝি কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে হিজবুল্লাহ কি সিদ্ধান্ত নিবে তা এখনো অনিশ্চিত। কারণ এমন পরিস্থিতির ভবিষ্যৎ ফলাফল কি তা কেউ জানেনা।
হামাস গত বছরের সাত অক্টোবরে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানোর পর ইসরাইল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। ইরাইলের হামলায় প্রযন্ত প্রায় ৩৭,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিাংশই নারী ও শিশু।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের করা যুদ্ধ বিরোধী প্রস্তাবের আলোচনা থমকে আছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছে গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং হামাসের হাতে বন্দী থাকা ১২০ ইসরাইলি নাগরিককে মুক্ত করা ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে না।