হামাস ইসরাইলের চলমান আট মাসের যুদ্ধ বন্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে সংশয় দেখা গেছে। হামাস আগে থেকেই দাবি করেছে এসেছে যে স্থায়ী যুদ্ধ বিরতি আর গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া বাকি ইসরাইলি বন্দীদের তারা মুক্ত করবে না। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন যে ইসরাইল গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধে রাজি নয়।
গতকাল সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল 14 কে দেয় এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি কেবল একটি আংশিক বা সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি। তবে কোনোভাবেই যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে রাজি নন। তিনি আরো বলেন যে এটা কোনো গোপন বিষয় নয়। আমাদের লক্ষ্য হচ্ছে একটি সাময়িক যুদ্ধ বিরতির মাধ্যমে হামাসের হাতে বদ্ধি থাকা ১২০ জন ইসরাইলি নাগরিকদের মুক্ত করা। তবে তার মূল লক্ষ্য গাজা থেকে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা। এ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই স্থাহী যুদ্ধ বিরতিতে রাজি হবেন না। এই লক্ষ্য অর্জনের আগে তিনি কোনোভাবেই থামবেন না।
তবে সবশেষ এই যুদ্ধবিরতির প্রস্তাবে যখন হামাস ইসরাইল উভয়েই সারা দিয়েছে তখন নেতানিয়াহুর এই মন্তব্যে যুদ্ধ বিরতির প্রস্তাব মুখ থুবড়ে পড়তে পারে। কারণ হামাস কখনোই স্থায়ী যুদ্ধবিরতির ও ইসরাইলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরাইলি বন্দীদের মুক্ত করবে না।
অন্যদিকে হেতানিয়াহুর দাবি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষেই ইসরাইল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যাতে দ্বিতীয়বার আর সাত-অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু দীর্ঘ আট মাসের যুদ্ধের পরও ইসরাইলের এ লক্ষ্য এখনও ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। এখনো হমাসের তেমন বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং হামাসের নেতারাও এখনো সবাই অক্ষত আছে। এমতাবস্থায় যুদ্ধবিরতির কার্যকর হবে কিনা টা নিয়ে সংশয় দেখা গেছে।
Source: https://www.arabnews.com/node/2536491/middle-east