হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ছয়টি বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক জোট। মূলত লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দেয়ায় হুথিদের উপর নিয়মিত অভিযান চালিয়ে আসছে পশ্চিমা সামরিক জোটটি।
হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল চ্যানেল আল মাসিরাহ-এর রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের প্রধান সমুদ্রবন্দরে হোদেইদাহের বিমানবন্দর ও উত্তরের সালিফ সমুন্দ্রবন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালানো হয়। এছাড়া ইয়েমেনের রাজধানী সানার উত্তরের আল-থাওরা অঞ্চলে দুইটি বিমান হামলা চালানো হয়েছে।
হামলার ফলে তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
গত বৃহস্পতিবার লোহিত সাগরের উপর দিয়ে নিক্ষিপ্ত আটটি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে, গত ৩১মে মার্কিন ও ব্রিটিশ হামলায় হোদেইদাহ প্রদেশে ১৬ জন নিহত হওয়ার দাবি করে হুথি।
ফিলিস্তিনিদের সমর্থনে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুত্থি। ফলে মধ্যপ্রাচ্যের সমুদ্রে জাহাজ চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেজন্য মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী হুথি আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে যৌথ একটি সামরিক বাহিনী গঠন করে।
এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চালান ভিন্ন ভিন্ন অভিযানে কমপক্ষে ১১জন জাতিসংঘ কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। অপর আরেকটি প্রতিবেদনে এই সংখ্যা ৫০জন বলে দাবি করেছে আরব নিউজ। জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক এই ঘটনার নিন্দা জানিয়ে কর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে দুজারিক বলেন, জাতিসংঘ ইয়েমেনি কর্মীদের আটক করার ব্যাপারে হুথিদের কাছে ব্যাখ্যা চেয়েছে।
একই অভিযানে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রো-ডেমোক্রেসি গ্রুপ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই এর তিন কর্মী এবং একটি স্থানীয় মানবাধিকার সংস্থার তিন কর্মীকে আটক করেছে হুত্থিদের সশস্ত্র গোয়েন্দা বাহিনী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তিন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
Source: https://www.aljazeera.com/news/2024/6/7/houthis-says-us-and-uk-airstrikes-hit-yemen