রাশিয়ায় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। মস্কোর ক্রোকাস সিটি হলে গত শুক্রবার রাতে হামলায় মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিন শিশুও রয়েছে। ১৮২ জন আহত হয়েছেন এই হামলায়। এখনো হাসপাতালে ১০০জনেরও বেশি আহত ভর্তি রয়েছেন। বেশ কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার পেছনে জড়িতদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়ে রবিবারকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছেন। রাশিয়ার পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুতিনকে তার মস্কোর বাইরের বাসভবনে একটি গির্জায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালাতে দেখা যায়।
রবিবার সকালে, ক্রোকাস সিটি হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায় অনেককে। হামলার ঘটনাটি ঘটে ৬,২০০ আসন বিশিষ্ট এই কনসার্ট হলে। সোভিয়েত আমলের রক ব্যান্ড ‘পিকনিক’ তাদের বিখ্যাত গান “অ্যাফ্রেইড অফ নাথিং” গাওয়ার ঠিক আগে চার বন্দুকধারী হলে ঢুকে পড়ে। হামলাকারীরা ভীত-সন্ত্রস্ত দর্শকদের লক্ষ্য করে অল্প সময়ের মধ্যে অসংখ্য গুলিবর্ষণ করে।
ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু, পুতিন হামলাকারীদের সাথে জঙ্গি গোষ্ঠীর নাম এখনো উল্লেখ করেননি। তিনি বলেছেন, হামলাকারীরা ইউক্রেনে পালানোর চেষ্টা করেছিল। পুতিন অভিযোগ করেন, ইউক্রেনের দিক থেকে হামলাকারীদের সীমান্ত অতিক্রম করতে সহায়তা করতে প্রস্তুত ছিল। কিন্তু ইউক্রেন হামলায় যেকোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে।
মস্কোর বাসমানি জেলা আদালত রবিবার হামলার সাথে জড়িত থাকার অভিযোগে চার সন্দেহভাজনকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে। আদালতের টেলিগ্রাম চ্যানেলে অভিযুক্তদের নাম জানানো হয়েছে দালেরজোন মির্জোয়েভ, সাইদাকরামি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি এবং মুহাম্মাদসোবির ফায়জভ। রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা সবাই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশ তাজিকিস্তানের নাগরিক এবং বর্তমানে রাশিয়ায় বসবাসরত। আদালত আগামী ২২ মে পর্যন্ত তাদের বিচার-পূর্ব হেফাজতে রাখার সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের তথ্য অনুসারে, চার জনের মধ্যে তিনজন সমস্ত অভিযোগ স্বীকার করেছে।
একটি অসমর্থিত সূত্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজনদের নির্মম জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে প্রশ্ন ওঠেছে। রুশ গণমাধ্যমে প্রকাশিত আদালতের ছবিতে দেখা গেছে, এক সন্দেহভাজনকে হুইলচেয়ারে আনা হয়েছে, তার একটি চোখ নেই। আরেকজনের ডান কানের জায়গায় ব্যান্ডেজ, আরেকজনের চোখ কালো হয়ে আছে এবং তার গলায় একটি ছিড়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ বসানো। চতুর্থ সন্দেহভাজন মুখ ফোলা অবস্থায় বিভ্রান্ত বলে মনে হয়েছে, চোখ খোলা রাখতেও কষ্ট হচ্ছিল তার।
শুক্রবারের হামলার পূর্বে ২০০৪ সালে বেসলান স্কুলে হামলার পরে গত দুই দশকে রাশিয়ায় এধরনের কোনো বড় হামলার শিকার হয়নি। সেই হামলায় প্রায় ৩০০জন শিশু নিহত হয়েছিল যার অর্ধেকর বেশি অংশ ছিল শিশু।
রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ডিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া তাদের সবাইকে প্রতিহত করবে যারা এই মর্মান্তিক হামলার সাথে জড়িত ছিল। এই ঘটনায় রাশিয়ায় বাতিল হওয়া মৃত্যুদন্ডের বিধান পুনরায় ফিরে আসতে পারে ধারণা করছেন অনেক বিশ্লেষক।
পুতিন জানিয়েছেন এখনো পর্যন্ত সন্দেহভাজন চার বন্দুকধারীসহ মোট ১১জনকে আটক করা হয়েছে। কনসার্ট হলে হামলা চালানোর পরে বন্দুকধারীরা ব্রায়ান্সকের দিকে পালাচ্ছিলো যেটি মস্কো থেকে প্রায় ৩৪০কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে ইউক্রেনে পালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন পুতিন ইচ্ছে করেই কনসার্ট হামলায় ইউক্রেনকে দায়ী করতে চাচ্ছে।
হামলার পরে সিরিয়াভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট একটি টেলিগ্রাম গ্রুপে হামলার দায় স্বীকার করে। শনিবার রাতে এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজও টেলিগ্রাম গ্রুপে প্রকাশ করে সংগঠনটি যেগুলোকে হামলার সময়ের ভিডিও বলে দাবি করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার প্রায় এক মাস পূর্বেই মস্কোতে এমন হামলার ঘটনা সম্ভাবনা কথা জানিয়েছিলো রাশিয়াকে। মার্চের ৭ তারিখ রাশিয়ায় থাকা আমেরিকানদের জন্য এসংক্রান্ত একটি পরামর্শবার্তাও প্রকাশ করেছিল। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এড্রিন ওয়াটসনো দাবি করেছেন এই ঘটনায় ইউক্রেনের কারোর সম্পর্ক নেই।
Source: https://www.reuters.com/