Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক রাশিয়ার সামরিক নেতৃত্বে বড় রদবদল

রাশিয়ার সামরিক নেতৃত্বে বড় রদবদল

by Mr.Rocky
0 comment
রাশিয়ার সামরিক নেতৃত্বে বড় রদবদল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সড়িয়ে অর্থনীতিবিদ আন্দ্রে বেলোসভ-কে তার স্থলাভিষিক্ত করে দেশের সামরিক নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া সংঘাতে এই পরিবর্তন রাশিয়ার সশস্ত্র বাহিনী পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। শোইগু, ২০১২ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি এখন পুতিনের ঘনিষ্ঠ মিত্র নিকোলাই পাত্রুশেভের স্থলাভিষিক্ত হয়ে নিরাপত্তা পরিষদের সচিবের ভূমিকা গ্রহণ করবেন।

বেলোসভের সামরিক কর্মকান্ড সম্পর্কিত কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, গত এক দশক ধরে পুতিনের একজন বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

ইউক্রেনে তাদের সামরিক অভিযানে মূল অঞ্চলগুলো দখলে ব্যর্থ হওয়া ও বিপত্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও, পুতিন এর আগে শোইগুকে সমর্থন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলী এই পরিবর্তনের পেছনে দায়ী থাকতে পারে বলে অনেকের মত।

বেলোসভের নিয়োগ নিশ্চিতের জন্য পুতিনের প্রস্তাব রাশিয়ান পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। মঙ্গলবার এই প্রক্রিয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এই রদবদল এমন এক সময়ে হয়েছে যখন রুশ বাহিনী ইউক্রেন আক্রমণে উল্লেখযোগ্য অগ্রগতি করছে।

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শোইগুর মেয়াদে উল্লেখযোগ্য সামরিক অভিযান দেখা যায় এবং নিরাপত্তা পরিষদে তার স্থানান্তরের পর, ভিন্ন ক্ষমতায় থাকা সত্ত্বেও কৌশলগত বিষয়গুলোতে তাকে জড়িত রাখার আভাস পাওয়া যায়।

Source: https://www.channelnewsasia.com/world/putin-shoigu-reshuffle-russia-ukraine-4330661

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?