Monday, December 23, 2024
Home আরববিশ্ব নির্বাচনের পরও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্ধারণ করা সম্ভব হয়নি 

নির্বাচনের পরও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্ধারণ করা সম্ভব হয়নি 

by Mr.Rocky
0 comment
নির্বাচনের পরও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্ধারণ করা সম্ভব হয়নি 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে নির্বাচনে লড়াই করবেন ইরানের সাবেক স্বাস্থ্য মন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ও ইরানের পরমাণুর কর্মসূচিতে নেতৃত্বদানকারী সাঈদ জালিলি। আগামী ৫ই জুলাই হবে নির্বাচন। 

ভোট গণনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে ভোটের চূড়ান্ত ফলাফল  জানানো হয়। সাবেক স্বাস্থ্য মন্ত্রী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন সর্বোচ্চ ১০.৪ মিলিয়ন ভোট এবং ৯.৪ মিলিয়ন ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের পরমাণুর কর্মসূচিতে নেতৃত্বদানকারী সাঈদ জালিলি। এছাড়াও অপর দুই প্রার্থী বাকের কালিবাফ এবং মোস্তফা পোর-মোহাম্মাদি পেয়েছেন যথাক্রমে ৩.৩ মিলিয়ন ও ২০৬,০০০ ভোট। 

এ নির্বাচনে মোট ২৪.৫ মিলিয়ন অর্থাৎ ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিন্ম। সেখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৬১ মিলিয়ন। 

ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। আর এ নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ৪২.৪৫ শতাংশ ও সাঈদ জালিলি পেয়েছেন ৩৮.৬১ শতাংশ। অপর দুই প্রার্থী বাকের কালিবাফ এবং মোস্তফা পোর-মোহাম্মাদি পেয়েছেন যথাক্রমে ১৩.৭৮ শতাংশ ও ০.৩৮ শতাংশ ভোট। তাই ৫ই জুলাই নির্বাচনে ফের মুখোমুখি হচ্ছেন  মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলি।

Source: https://www.presstv.ir/Detail/2024/06/29/728357/Iran-Votes-2024–Presidential-race-goes-to-runoff

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?