১৯৪৫সালে ডাচদের কাছে থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। স্বাধীনতার কয়েক বছর পরেই দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল জাকার্তাকে রাজধানীর মর্যাদা দেয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে এসে জাকার্তাকে আর বিস্তার করে সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। তাই নতুন রাজধানী নুসান্তারায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।
আগামী ১৭ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের আগে দেশের নতুন রাজধানী নুসান্তারা উদ্বোধনের পরিকল্পনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। জুন মাসের শেষের দিকে নতুন রাজধানীতে স্থানান্তরের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে উদ্বোধনের আগেই প্রশাসনের দুই কর্মকর্তা পদক্ষেপে সংশয়ে রয়েছে ইন্দোনেশিয়ার জনগণ। নুসান্তারা রাজধানী কর্তৃপক্ষের প্রধান বামবাং সুসান্তোনো ও উপ-প্রধান ধোনি রাহাজোয়ের আকস্মিক পদত্যাগের ঘোষণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে। মেগা প্রকল্পের উন্নয়ন তদারকির দায়িত্বে ছিলেন তারা।
শহরটিতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার কাজ সম্পন্ন হলেই নতুন রাজধানী থেকে উইদাদো দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছেন পাবলিক ওয়ার্ক ও হাউজিং মন্ত্রী বাসুকি হাদিমুলজোনো। জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে কাজ শেষে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রাজধানী স্থানান্তরের প্রথম দফায় ১২,০০০ সরকারি কর্মচারীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কাজ চলছে।
একই সাথে ১ আগস্ট থেকে আইকেএন বিমানবন্দর পরিচালনার জন্য প্রস্তুত থাকবে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি কারিয়া সুমাদি। ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে এবং টার্মিনাল ভবনগুলোর নির্মাণকাজ সমাপ্তির পথে। এছাড়াও আগস্ট থেকে দেশটির স্বয়ংক্রিয় রেল ট্রানজিট পরীক্ষামূলক ভাবে চলাচলের সম্ভাবনা জানিয়েছেন তিনি।Source: https://www.channelnewsasia.com/asia/indonesia-nusantara-joko-widodo-relocation-clean-water-housing-complex-airport-4385311