শনিবার পৃথক পৃথক আক্রমণে ২০জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনের প্রতিরোধ যুদ্ধের সংগঠনগুলো। অক্টোবরে যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সৈন্য মারা যাওয়ার ঘটনা এটি।
এদিন ফিলিস্তিনের ভিন্ন ভিন্ন সশস্ত্র গোষ্ঠিগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও আশকেলনের দিকে রকেট ছুঁড়েছে। সেই সাথে জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণ রাফাহতে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে চলছে তীব্র প্রতিরোধ লড়াই।
ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, জনগণের বিরুদ্ধে শত্রুদের অপরাধের জবাবে রকেট ব্যারেজ দিয়ে অধিকৃত শহর আশকেলনে বোমাবর্ষণ করেছে তারা।
অবশ্য রকেট হামলার ইস্যুতে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি আর্মি রেডিও দাবি করেছে, আশকেলনে দিকে ছোড়া ছয়টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়েছে আইডিএফ। কিন্তু ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ বলেছে, আল-কুদসের ছোঁড়া ১০টি রকেটের মাত্র পাঁচটিকে ধ্বংস করতে পেরেছে ইসরায়েল।
এদিকে রাফাহের পূর্বে আল-তানুর এলাকায় অভিযান চালানোর সময় ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
একটি টেলিগ্রাম পোস্টে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সৈন্যদের একটি গোপন বাড়িতে হামলা চালিয়েছে তারা। আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা “পয়েন্ট জিরো” দূরত্ব থেকে হালকা মেশিনগান এবং গ্রেনেড নিয়ে আক্রমণ চালায় সেখানে। সন্ধ্যায় আরেকটি অপারেশনে আরো পাঁচ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে তারা।
একই সাথে রাফাহতে যুদ্ধ চালাচ্ছে আল-কুদস ব্রিগেড। ইসরায়েলি সৈন্যদের উপর উচ্চ ক্যালিবারের মর্টার শেল দিয়ে হামলা চালাচ্ছে সশস্ত্র দলটি।
Source: https://www.palestinechronicle.com/at-least-20-killed-israeli-army-suffers-highest-losses-in-rafah/