নৃশংসতার এক অন্যরূপ দেখালো এবার ইসরায়েল। গাজার রাফাহতে বাস্তুচ্যুত শরণার্থীদের জন্য নিরাপদ এলাকা চিহ্নিত করা অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। হামলায় এখনো পর্যন্ত ৪০জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি-পিআরসিএস জানায়, তাল আস-সুলতান এলাকায় এই হামলায় অনেকেই তাঁবুর ভেতরে পুড়ে মারা গেছেন। রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫মিনিটের দিকে শরণার্থী শিবিরে অন্তত আটটি মিসাইল আঘাত হানে।
আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি জানিয়েছে, হামলাগুলো রাফাহ শহরের পশ্চিমে ব্রিক্স শিবিরকে লক্ষ্য করে চালানো হয়। ২৪ মে তোলা একটি এয়ারিয়াল ফটোগ্রাফে এলাকাটিতে শত শত তাঁবু দেখা যায়। এই শিবিরের কাছেই ইউএনআরডব্লিউএ একটি গুদামঘর রয়েছে।
এর আগে গত চারমাসের মধ্যে প্রথমবারের মতো তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। আইডিএফের ভাষ্যমতে রাফাহ থেকে ছোঁড়া হয়েছে হামাসের রকেটগুলো। এক বিবৃতিতে আইডিএফ জানায়, “রাফাহতে হামাসের একটি কম্পাউন্ডে তাদের বিমান বাহিনী মিসাইল হামলা চালিয়েছে। নির্ভুল তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে।” হামলায় হামাসের পশ্চিম তীরের চিফ অফ স্টাফ ও এক সিনিয়র কর্মকর্তা নিহতের দাবি করেছে ইসরায়েল।
রাফাহতে রকেট হামলার পরপরই বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স দল প্রায় ৪৫মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, রাফাহতে তাদের ফিল্ড হাসপাতাল আগুনে ক্ষতিগ্রস্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। ১৫জন নিহতসহ বেশ কয়েকজন আহত শরণার্থীকে ডক্টরস উইদ আউট বর্ডার্স-এমএসএফ পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।