Monday, December 23, 2024
Home আরববিশ্ব রাফাহসহ গাজা জুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল

রাফাহসহ গাজা জুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল

by Mr.Rocky
0 comment
রাফাহসহ গাজা জুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সন্ধ্যায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত ও অন্যরা আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা জানায়, চার মাস বয়সী মোহাম্মদ সাকাল্লাহ, ছয় বছর বয়সী মোহাম্মদ কিশতা এবং আট বছর বয়সী হামদান কিশতা আজ বিকেলে রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

একই সাথে, রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইসরায়েলি বোমা হামলার ফলে ৩৫ বছর বয়সী ইউসুফ সুররও নিহত হন। গাজা সিটিতে, শহরের আল-জিয়াতুন পাড়ায় ড্রোন হামলায় একজন নাগরিক নিহত এবং অন্যরা আহত হয়েছে।

এদিকে, রাফাহসহ এর আশেপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন ও স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে, আবু রায়ান পরিবারের মালিকানাধীন একটি বাড়িতেও ইসরায়েলি জঙ্গি বিমান বোমাবর্ষণ করেছে।

গতকাল ইসরায়েলি দখলদার বাহিনী রাফাহ সীমান্ত ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখল করে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত করে।

রাফাহ ক্রসিং নিয়ন্ত্রণ করার পর, আইডিএফ অঞ্চলটির প্রধান স্থল বন্দর বন্ধ করে দেয় যার মাধ্যমে গাজায় ত্রাণ সাহায্য প্রবেশ করে এবং আহত ও অসুস্থ ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যায়। বিশেষ করে জাতিসংঘের মতে, গাজায় মাত্র এক থেকে চার দিনের খাদ্য মজুদ রয়েছে। ফলে অঞ্চলটিতে মানবিক সঙ্কট তীব্র হওয়ার আশংকা রয়েছে।Source: https://english.wafa.ps/Pages/Details/143846

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?