হামাস কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিদের সাথে যুদ্ধবিরতি প্রস্তাবের মাধ্যমে রাফাহ আক্রমণ বানচালের প্রচেষ্টা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার কার্যালয় থেকে একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করেছেন।
হামাসের কাছ থেকে সর্বশেষ জিম্মি চুক্তির প্রস্তাবটি রাফাতে ইসরায়েলের পরিকল্পিত অভিযানকে নাশকতা করার উদ্দেশ্যে ছিল। নেতানিয়াহু বলেন, “গতকাল হামাসের প্রস্তাবটি রাফাতে আমাদের বাহিনীর প্রবেশকে নষ্ট করার করার উদ্দেশ্যে ছিল।”
তিনি আরো বলেন, “রাফাহ অপারেশনের উদ্দেশ্য হল জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে নির্মূল করা। আগের জিম্মিদের মুক্তিতে ইতিমধ্যেই প্রমাণ করেছে, হামাসের উপর সামরিক চাপ জিম্মিদের ফিরিয়ে আনার পূর্বশর্ত।”
ইসরায়েলি কর্মকর্তাদের সাথে সুর মিলিয়ে নেতানিয়াহু দাবি করেন ইসরায়েলের অনুমোদনকৃত চুক্তির শর্তাবলী পরিবর্তন করা হয়েছে। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসের প্রস্তাব ইসরায়েলের গুরুত্বপূর্ণ দাবি থেকে অনেক দূরে। হামাসকে গাজায় তাদের শাসন পুনরুদ্ধার করতে না দেয়ার দৃড় সংকল্প দেখান তিনি।
এক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুমোদনকৃত প্রস্তাবগুলোকে একটি “উদার আহ্ববান” হিসেবে স্বাগত জানিয়েছিল।
যদিও চুক্তির তিন পর্যায়ে ৩৩জন বন্দীকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছিল ইসরায়েল। তাদের দাবি ছিল প্রথম পর্যায়ে মহিলা, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দীদের মুক্তি দিতে হবে যেটিতে রাজি হয়েছে হামাস। তবে হামাস প্রথম পর্যায়ে জিম্মি মুক্তির সময় প্রতি তিন দিনে তিনজন জিম্মি থেকে প্রতি সাত দিনে তিনজন জিম্মিকে মুক্তির প্রস্তাব করেছে।