Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও রামাফোসার পদত্যাগে ‘না’ জানালো এএনসি

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও রামাফোসার পদত্যাগে ‘না’ জানালো এএনসি

by Hocchetaki
0 comment

৩০ বছর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে নিজেদের একচ্ছত্র আধিপত্য হারালো দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দল এএনসি। বুধবারের নির্বাচনে এককভাবে ৪০ শতাংশ আসনে জয় পেয়েছে দলটি, গত নির্বাচনে যা ছিল ৫৭.৫শতাংশ। ফলে সরকার গঠনে প্রথমবারের মতো অন্য দলের সাথে জোট গঠনে যেতে হবে এএনসিকে।

তবে রবিবার দলের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য জোট সহযোগীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার পদত্যাগের কোন দাবি মানবে না দলটি। ফলে জটিল সমীকরণের দিকে এগোচ্ছে জোট গঠনের পদক্ষেপ।

এএনসির সাধারণ সম্পাদক ফিকিলে এমবালুলা বলেছেন, “রামাফোসা দলের নেতা হিসেবে থাকবেন এবং অন্যদের পক্ষ থেকে তিনি পদত্যাগ করবেন এমন কোন দাবি গ্রহণযোগ্য হবে না।”

১৯৯৪ সালে বর্ণবাদের অবসানের পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে প্রভাবশালী দল এএনসি এই নির্বাচনে “গুরুতর ক্ষতিগ্রস্ত” হয়েছে বলে স্বীকার করেছেন এমবালুলা। তবে তাদেরকে “সম্পূর্ণভাবে হটানো” সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

তবে তাদের সরকার গঠনের জন্য অন্য দলের সাথে আলোচনা করে রামাফোসাকে দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদের জন্য পুনঃনির্বাচিত করতে হবে এএনসিকে। দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের পর সাংসদদের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

নির্বাচনে খারাপ ফলাফলের ব্যাপারে এই নেতা বলেন, “নির্বাচনের ফলাফল এএনসি’কে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। আমরা দক্ষিণ আফ্রিকার জনগণের কাছে একটি বার্তা পাঠাতে চাই: আমরা তাদের কথা শুনেছি।” জনগণের ইচ্ছা প্রতিফলিত করে এমন একটি স্থিতিশীল সরকার গঠনে এএনসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নতুন এমকে পার্টি ১৪% ভোট পেয়ে সংসদে তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে। চমক দেখানো দলটি জানিয়েছে, এএনসির সাথে কোন জোট আলোচনা করতে হলে রামাফোসাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

অপরদিকে ২১% ভোট পেয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। জোট সরকার গঠনে তাদের সাথেও আলোচনায় বসবে এএনসি কমিটি।

Source: https://apnews.com/article/south-africa-election-anc-vote-68a64d6bb5f0655233c7d6d4aa7bb0e8 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?