Sunday, December 22, 2024
Home রাশিয়া রাশিয়ায় বন্দুক ধারির হামলায় পুলিশ অফিসার সহ ১৫ জন নিহত, আহত ১২

রাশিয়ায় বন্দুক ধারির হামলায় পুলিশ অফিসার সহ ১৫ জন নিহত, আহত ১২

by Hocchetaki
0 comment
রাশিয়ায় বন্দুক ধারির হামলায় পুলিশ অফিসার সহ ১৫ জন নিহত, আহত ১২

রাশিয়ায় ভয়াবহ সিরিজ বন্দকু হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে। দটিু
অর্থোডক্স চার্চ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীর এলোপাতাড়ি হামলা চালায়।
দেগেস্তানের এ হালমায় এক অর্থোডক্স যাজক ও পুলিশ অফিসারসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে এবং আহত
হয়েছে অন্তত ১২ জন। এসময় ইহুদীদের উপাসনালয় সিনেগোগেও হামলা চালানো হয়, যার ফলে সেখানে আগুন
জ্বলতে দেখে যায়। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এ হামলায় সিনেগগ পুড়ে গেছে তবে এসময়
সেখানে কোনো উপাসনাকারী উপস্থিত ছিল না।
এবিষয়ে দেগেস্তান অঞ্চলের প্রধান সার্গেইর্গে মেলিকোভ বলেন আজ রাতে বেশ কয়েকজন অপরিচিত লোক
পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করে। তবে হামলাকরীদের ছয়জনকে ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে।
রাশিয়ার সংবাদ মাধ্যম জানায় হামলাকারীরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসী দলের সদস্য।
গত তিন মাস আগেও মস্কোর বাইরে একটি কনসার্টে এধরনের হামলায় ১৩৩ জন নিহত হয়। রাশিয়ার
দেগেস্টান অঞ্চলে এর আগেও অনেকবার বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছে।
১৯৯০ এর দশক থেকে ২০০০ সালের শুরু প্রযন্ত এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও রাশিয়ার বাহিনীর মধ্যে মারাত্মক
সংঘাতের ঘটনা ঘটেছিল। তবে এবারের মত সাধারণ মানষু ও ইহুদীদের ধর্মীয় স্থানে হামলার ঘটোনা খুবই
বিরল। ইতিপূর্বে এধরনের স্থাপনায় হামলা হয়নি।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?