Monday, December 23, 2024
Home ইউরোপ রাশিয়ার নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত

রাশিয়ার নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত

by Md Nayem
0 comment
রাশিয়ার নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত

ইউরোপ ডেস্ক।।

আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়ার জাতীয় নির্বাচন। কার্যত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভ্লদিমির পুতিন আরো ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মত বিশ্লেষকদের। 

পুতিন ছাড়া আরো তিনজন নিবন্ধিত প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জাতীয়তাবাদী রক্ষণশীল লিওনিদ স্লাতস্কি, কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ ও ব্যবসায়ী ভ্লাদিস্লাব দাভানকোভ। তবে তাঁরা ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থক। 

অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরোধী করা প্রার্থী বরিস নাদেজদিন ও ইকোতেরিনা দুনতসোভা প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। তবে তাঁদের প্রার্থীতার  আবেদন বাতিল হয়ে গেছে।

১৫ থেকে ১৭ মার্চের নির্বাচনে বিজয় হতে হলে পুতিনকে কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত ক্রেমলিনের ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে। আর এর মধ্যদিয়ে তিনি ক্যাথরিন দ্য গ্রেটের পর সবচেয়ে বেশিদিন ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ক্যাথরিন দ্য গ্রেট অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: মুসলিম সম্প্রদায়ের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে বৃটেন

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?