Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে সম্মতি দিলে বাইডেন ও ট্রাম্প

রাষ্ট্রপতি নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে সম্মতি দিলে বাইডেন ও ট্রাম্প

by Mr.Rocky
0 comment
রাষ্ট্রপতি নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে সম্মতি দিলে বাইডেন ও ট্রাম্প

অবশেষে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে সম্মতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ জুন প্রথম নির্বাচনী বিতর্কের আয়োজন করবে সিএনএন। ১০সেপ্টেম্বর দ্বিতীয় নির্বাচনী বিতর্ক আয়োজনের দায়িত্বে রয়েছে এবিসি।

এর আগে বাইডেনের তরফ থেকে ঘোষণা করা হয়, তিন দশকেরও বেশি সময় ধরে নির্দলীয় কমিশনের আয়োজিত রাষ্ট্রপতি বিতর্কে অংশ নেবেন না বাইডেন। এর পরিবর্তে টিভি মিডিয়াকে সরাসরি ডেমোক্র্যাট ও রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্টশিয়াল বিতর্ক আয়োজনের আহবান জানানো হয়। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও সেই আহবানে সাড়া দিয়ে বলেন, তিনিও প্রস্তুত আছেন বিতর্কের জন্য।

এর কয়েকঘণ্টা পরেই সিএনএন ও এবিসি’র আমন্ত্রণে দুটি নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মতি প্রকাশ করেন বাইডেন ও ট্রাম্প।

তবে বাইডেন প্রশাসন বিতর্কে অন্যকোনো দলের প্রার্থীকে না রাখার জন্য মতামত জানিয়েছে। এতেই চটে গিয়ে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র বলেছেন, তারা এমন একটি বিতর্কে আয়োজন করতে চাচ্ছে, যা দেশের ৭০ভাগ মানুষই চায় না।

এবারের নির্বাচনে ট্রাম্প বা বাইডেন কেউই তেমন জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছেন না। তাই নির্বাচনী বিতর্কগুলোতে কিভাবে তারা একজন অপরজনের থেকে ভালো, সেটিই প্রমাণ করার চেষ্টা থাকবে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনার মধ্যে দিয়েই যাচ্ছে দুই প্রার্থীর ক্যারিয়া। একদিকে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে চলছে “হাশ মানি” ট্রায়াল। অন্যদিকে খুব শীঘ্রই জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু করবে সুপ্রিম কোর্ট।

Source: https://apnews.com/article/2024-election-presidential-debates-biden-trump-6b1d1dbb2ed61c7637041b23662d7da8 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?