Monday, December 23, 2024
Home ভারত লোকসভার নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেসের চতুর্থ দফার তালিকা প্রকাশ

লোকসভার নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেসের চতুর্থ দফার তালিকা প্রকাশ

by Mr.Rocky
0 comment
লোকসভার নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেসের চতুর্থ দফার তালিকা প্রকাশ

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে শনিবার চতুর্থ দফায় ৪৬জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তর প্রদেশের কংগ্রেস প্রধান অজয় রাই। বিজেপির বিরুদ্ধে এটি তার তৃতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। বিজেপি ২ মার্চ তাদের প্রথম দফার প্রকাশিত তালিকাতে ১৯৪জন প্রার্থীর সাথে প্রধানমন্ত্রী মোদীর নামও ঘোষণা করেছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে মোদীর নিকটতম প্রার্থী ছিলেন সমাজবাদী পার্টির শালিনি যাদব। মোদীর কাছে প্রায় ৫লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সেবার কংগ্রেসের রাই মোট ভোটের ১৪.৩৮শতাংশ অর্থাৎ ১লক্ষ ৫২হাজার ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। অপরদিকে মোদী পেয়েছিলেন ৬৩.৬২শতাংশ ভোট।

২০১৪সালের লোকসভা নির্বাচনেও তৃতীয় অবস্থানে ছিলেন রাই। তখন আম আদমি পার্টির প্রধান অরভিন্দ কেজরিওয়ালকে হারিয়ে লোকসভার এই আসনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী মোদী।

৪র্থ দফার তালিকায় উত্তর প্রদেশে লোকসভার অন্যান্য আসনে কংগ্রেসের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে মাত্র একটি আসনে জয়লাভ করে কংগ্রেস। সেবার রাইবারেলি থেকে নির্বাচনে জয়ী হন কংগ্রেসের সোনিয়া গান্ধী।

মধ্যপ্রদেশেও প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সাবেক মূখ্যমন্ত্রী দিগবিজয় সিং এবার লড়বেন রাজগড় আসন থেকে। ২০১৯সালের নির্বাচনে ভূপালে বিজেপির প্রার্থী প্রজ্ঞা ঠাকুরের নিকট পরাজিত হন তিনি। এদিকে তামিল নারু থেকে এবারও কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিযোগিতা করবেন কার্তি চিদম্বরাম। 

Source: https://www.hindustantimes.com/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?