Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক লন্ডনে তলোয়ারধারীর হামলায় দুই পুলিশসহ আহত অন্তত ৫

লন্ডনে তলোয়ারধারীর হামলায় দুই পুলিশসহ আহত অন্তত ৫

by Mr.Rocky
0 comment
লন্ডনে তলোয়ারধারীর হামলায় দুই পুলিশসহ আহত অন্তত ৫

মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব লন্ডনের হাইনল্ট টিউব স্টেশনের কাছে একটি গাড়ি থেকে নেমে অভিযুক্ত ব্যক্তি তলোয়ার নিয়ে এলোপাথাড়ি কোপ বসাতে থাকেন বলে জানা যায়। উক্ত ঘটনায় দুই পুলিশকর্মী-সহ বেশ কয়েক জনের উপরে হামলা চালায় অভিযুক্ত যুবক। আতঙ্কে রাস্তার মানুষজন দৌড়াদৌড়ি শুরু করলে, খবর দেওয়া হয় পুলিশকে। সংবাদ সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ছত্রিশ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই তলোয়ার হামলাকে তারা জঙ্গি হামলা হিসেবে দেখছে না। তবে যে ব্যক্তি হামলা চালিয়েছে তার কোনো মানসিক সমস্যা ছিল কিনা সে বিষয়টি এখন যাচাই-বাছাই করা হবে। এছাড়া হামলার সঙ্গে অন্য কেউ জড়িত নয় বলেও অনুমান করছে পুলিশ।

যে ব্যক্তি তলোয়ার হামলা চালায় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, তিনি বিশাল বড় একটি তলোয়ার হাতে নিয়ে একটি বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছেন। আর তাকে ঘিরে ধরার চেষ্টা করছে পুলিশ কর্মকর্তারা।

উক্ত ঘটনায় ২ পুলিশ সদস্যসহ মোট ৫ জন আহত হয়েছে বলে জানা জায়। তবে তাদের জখম গুরুতর নয় বলে জানায় হাসপাতাল।

হামলার পর নিরাপত্তার স্বার্থে সেখানকার আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

লন্ডনের মেয়র সাদিক খান জানান, হামলার ঘটনা জেনে তিনি খুবই মর্মাহত হয়েছেন এবং এ ব্যাপারে খোঁজ-খবর রাখতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

Source: https://www.nytimes.com/2024/04/30/world/europe/london-stabbing-hainault.html

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?