দক্ষিণ লেবাননে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইসরায়েল বাহিনী। গতকাল শনিবার পৃথক পৃথক হামলায় সাত জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সংবাদমাধ্যম।
লেবাননের দক্ষিণ উপকূলের নাকোরা এলাকায় একটি গাড়িতে হামলা করা হয়ে প্রথমে। সেখানে তিন জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।
এরপর দক্ষিণ লেবাননের রামিয়া শহরের একটি বাড়িতে দ্বিতীয় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় বাকী চার জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।
লেবাননে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের একটি গাড়িতে হামলা করা হয়েছে। ওই গাড়িতে হিজবুল্লাহর সন্ত্রাসীরা ছিল।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে পর থেকেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে এখন পর্যন্ত ২০০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন ৩৭ জন।
অপরদিকে, ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আর ৯ জন ইসরায়েলি বেসামরিক মানুষ মারা গেছেন।
হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। অন্যদিকে ইসরায়েল বলছে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল বাহিনী।