ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তির পর এবার সৌদি আরবের বড় বিনিয়োগ পাচ্ছে পাকিস্তান। সৌদির প্রশংসা ও বিনিয়োগের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশটি। প্রথমে ইরান এরপর সৌদি – এই দুই মিলিয়ে পাকিস্তানের নড়বড়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে।
রবিবার, রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বিশেষ সভায় যোগ দিতে সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পৃথক পৃথক সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এবং শিল্পমন্ত্রী বন্দর বিন ইব্রাহিম আল খৌরায়েফের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ। এরপরেই সৌদি আরবের কাছ থেকে বিনিয়োগের আশ্বাস পায় পাকিস্তান।
সৌদি যুবরাজের আয়োজিত এক গালা ডিনারে যোগ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর জন্য সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে ধন্যবাদ জানান শাহবাজ শরীফ।
অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান জানান , সৌদি বিনিয়োগকারীদের একটি দল শিগগিরই পাকিস্তান সফর করবে। পাকিস্তান বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরব কৃষি, তথ্যপ্রযুক্তি এবং শক্তি ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
ডব্লিউইএফ বৈঠকের ফাঁকে আইএমএফ পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথেও দেখা করেন প্রধানমন্ত্রী শেহবাজ। যেখানে পাকিস্তানের অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
গত বছর $3 বিলিয়ন স্ট্যান্ডবাই ঋণ দিয়ে পাকিস্তানকে সাহায্য করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহবাজ। বৈঠক শেষে পাকিস্তানের প্রতি সন্তোষ প্রকাশ করে টুইট করেন আইএমএফ পরিচালক। দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
Source: https://www.dawn.com/news/1830291/pm-shehbaz-secures-more-investment-assurances-from-riyadh