আসন্ন ১৫ ও ১৬ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিঙ্গাপুরে চলমান শাংরি-লা ডায়ালগে ভাষণ দেয়ার সময় এই আহবান জানান তিনি।
ভাষণ পরবর্তী এক প্রেস কনফারেন্সে জেলেনস্কি চীনের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য শান্তি সম্মেলন ব্যাহত করার অভিযোগ তুলেন। এসময় তিনি বলেন, “রাশিয়া, চীনের প্রভাব এবং কূটনীতিকদের ব্যবহার করে শান্তি সম্মেলন নষ্ট করার জন্য সব কিছু করছে।”
জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত ১০৬টি দেশ সম্মেলনে তাদের প্রতিনিধিদের পাঠানোর জন্য সম্মতি দিয়েছে। কিন্তু ক্রেমলিন এবং তাদের মিত্ররা দেশগুলিকে সম্মেলনে যোগ না দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ জেলেনস্কির। এসময় বিশ্ব নেতাদের সুইজারল্যান্ডে এক হয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিতে আহবান জানান তিনি।
রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় শান্তি সম্মেলনে অংশগ্রহণে আপত্তি জানিয়েছে চীন। পরিবর্তে, বেইজিং রাশিয়া এবং ইউক্রেন উভয়েরই উপস্থিতিতে নিজস্ব শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত সপ্তাহে প্রস্তাবের প্রতি মস্কোর সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনের সিদ্ধান্ত পরবর্তীতে মধ্যস্থাকারী দেশগুলোর সহায়তায় রাশিয়ার কাছে প্রস্তাব আকারে পাঠানোর পরামর্শ জানিয়েছেন জেলেনস্কি।
২০২২ সালে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্তে দেশটিতে পূর্ণমাত্রায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া।
Source: https://www.politico.eu/article/zelenskyy-accuses-certain-states-of-helping-russia-sabotage-peace-summit/